বাগমারায় কৃষি প্রযুক্তি মেলা ও বিনামূল্যে প্রণোদনার উদ্বোধন 

প্রকাশিত: এপ্রিল ২৭, ২০২৪; সময়: ৮:১৮ অপরাহ্ণ |
বাগমারায় কৃষি প্রযুক্তি মেলা ও বিনামূল্যে প্রণোদনার উদ্বোধন 

নিজস্ব প্রতিবেদক, বাগমারা : রাজশাহীর বাগমারায় ২০২৩-২৪ অর্থ বছরে খরিপ-১ এবং ২০২৪-২৫  মৌসুমে উফসি আউস ও পাট বীজ ব্যবহারের মাধ্যমে আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনার আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে রাসায়নিক  সার ও বীজ বিতরণ কার্যক্রমের  উদ্বোধন করা হয়েছে।

শনিবার বেলা ১১ টায় উপজেলা পরিষদের  হলরুমে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বাগমারা উপজেলা নির্বাহী অফিসার মাহবুবুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগমারা আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদ।

সভায় বক্তব্য রাখেন, কৃষি অফিসার আব্দুর রাজ্জাক, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সাকলাইন হোসেন, সহকারী কমিশনার (ভূমি)  জোবায়ের হাবিব প্রমুখ।

অনুষ্ঠানে ১১,৫০০ জনকে কৃষককে  ৫ কেজি আউস ধান বীজ, ৭৫০ জন কৃষককে ১ কেজি পাট বীজ সেই সাথে প্রত্যেক কৃষককে ১০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি রাসায়নিক সার প্রদান করা হয়। এর আগে তিন দিন ব্যাপি কৃষি ও প্রযুক্তি মেলার উপলক্ষে

বর্ণাঢ্য শোভা যাত্রা বের করা হয়। পরে কৃষি ও প্রযুক্তি মেলায় উদ্বোধন করা হয়।

 

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে