২০০ বছরের পুরোনো জামাই মেলা

প্রকাশিত: এপ্রিল ২৮, ২০২৪; সময়: ৪:০৩ অপরাহ্ণ |
২০০ বছরের পুরোনো জামাই মেলা

পদ্মাটাইমস ডেস্ক : থরে থরে সাজানো খাবার, হরেক রকমের খেলনা, সঙ্গে কিছু দম্পতিদের আনাগোনা, এর নাম জামাই মেলা। প্রায় দেড় শ’ বছর ধরে অনুষ্ঠিত হয়ে আসছে এ মেলা। মেলাকে কেন্দ্র করে এলাকার সব মেয়ের জামাই শ্বশুরবাড়ি বেড়াতে আসেন। দূর-দূরান্ত থেকে মেলায় ঘুরতে আসেন জামাইরা।

প্রায় দেড় শ বছর ধরে টাঙ্গাইল সদর উপজেলার রসুলপুর গ্রামে অনুষ্ঠিত হয়ে আসছে এই মেলা। মেলাকে কেন্দ্র করে নানা বয়সীরা ঘুরতে আসেন।

মেলাকে কেন্দ্র করে আশপাশের প্রায় ৩০টি গ্রামের জামাইরা শ্বশুরবাড়ি বেড়াতে আসেন। তারাই এ মেলার মূল আকর্ষণ। মেলার দিন শাশুড়ির দেওয়া টাকায় জামাই বাজার করে শ্বশুরবাড়ির লোকদের খাওয়ান। এ কারণেই মেলাটি জামাইমেলা হিসেবে পরিচিতি পেয়েছে।

জামাইকে মেলা উপলক্ষে বরণ করে নেওয়ার জন্য শ্বশুর-শাশুড়িরা বেশ আগে থেকেই প্রস্তুতি নিতে থাকেন। জামাইরাও প্রতি বছর এই দিনের অপেক্ষায় থাকেন। একে অপরের সঙ্গে দেখা হয়ে তারাও আনন্দে মেতে ওঠেন। প্রতিবছর এই দিনে পুরো এলাকায় উৎসব বিরাজ করে। ৩ দিনব্যাপী এ মেলায় রসুলপুরসহ আশপাশের গ্রামের লক্ষাধিক মানুষের সমাগম ঘটে।

স্থানীয়দের দাবি এটি দেশের অন্যতম বৃহৎ মেলা। মেলাকে ঘিরে থাকে নানারকম বিনোদন ব্যবস্থা। এই মেলায় থাকে হরেক রকমের মিষ্টি, আচার, খেলনাসহ নানা জিনিসপত্রের সমাহার। এসব আয়োজনে উৎসবমুখর হয়ে উঠে মেলাপ্রাঙ্গণ। বিভিন্ন ধরনের মিষ্টি শ্বশুরবাড়ির লোকদের খাওয়ান জামাইরা। দীর্ঘদিন ধরে এটি রীতিতে পরিণতে হয়েছে। ভবিষ্যতেও এ ধারাবাহিকতা বজায় রাখা হবে বলেও জানান আয়োজক কমিটি।

প্রথম দিকে বৈশাখী মেলা হিসেবে শুরু হলেও কালের পরিক্রমায় জামাই মেলা হিসেবেই বেশি পরিচিতি পায়। স্থানীয়দের কাছে ঈদ বা পূজাপার্বণের মতোই এই মেলা উৎসব হয়ে দাঁড়িয়েছে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে