বাগাতিপাড়ায় উপনির্বাচনে রবিউল বিজয়ী

প্রকাশিত: এপ্রিল ২৯, ২০২৪; সময়: ১১:০৯ পূর্বাহ্ণ |
বাগাতিপাড়ায় উপনির্বাচনে রবিউল বিজয়ী

নিজস্ব প্রতিবেদক, নাটোর : নাটোরের বাগাতিপাড়ায় ফাগুয়াড়দিয়াড় ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডে ইউপি সদস্য পদে অনুষ্ঠিত উপনির্বাচনে রবিউল ইসলাম ১৬১ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন।

রোববার (২৮ এপ্রিল) সকাল ৮ টার দিকে শুরু হয়ে বিরতিহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত এই উপনির্বাচনে রবিউল ইসলাম (ফুটবল), আকবর আলী (মোরগ) ও কামরুল ইসলাম (টিউবওয়েল) প্রতীকে মোট তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন।

উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, ২০২১ সালে বাগাতিপাড়া উপজেলার ৫টি ইউনিয়নের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে ফাগুয়াড়দিয়াড় ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডে ইউপি সদস্য পদে আব্দুল কাদের ফকির নির্বাচিত হন।

গত বছরের ১২ সেপ্টেম্বর ইউপি সদস্য আব্দুল কাদের ফকিরের মৃত্যুতে পদটি শুন্য হয়। সেকারণে ২৮ এপ্রিল রোববার ওই শুন্য পদে উপনির্বাচন অনুষ্ঠিত হয়। এই ওয়ার্ডের মোট ভোটার সংখ্যা ১৬৯২।

এই উপনির্বাচনে দ্বায়িত্বে থাকা প্রিসাইডিং অফিসার গৌতম চন্দ্র বলেন, ইউপি সদস্য শুন্য পদে উৎসব মুখর পরিবেশে ভোটগ্রহন অনুষ্ঠিত হয়েছে।

উপনির্বাচনে রবিউল ইসলাম ফুটবল প্রতীক পেয়েছেন ৫২৪ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। মোরগ প্রতীক নিয়ে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আকবর আলী পেয়েছেন ৩৬৩ ভোট। তিন প্রার্থীর অপরজন কামরুল ইসলাম টিউবয়েল প্রতীক পেয়েছেন ১৩০ ভোট।

 

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে