কুমিল্লায় তীব্র গরমে শ্রেণিকক্ষেই অসুস্থ ৭ স্কুল শিক্ষার্থী

প্রকাশিত: এপ্রিল ২৯, ২০২৪; সময়: ৪:৩৫ অপরাহ্ণ |
কুমিল্লায় তীব্র গরমে শ্রেণিকক্ষেই অসুস্থ ৭ স্কুল শিক্ষার্থী

পদ্মাটাইমস ডেস্ক : তীব্র তাপপ্রবাহে কুমিল্লার মুরাদনগর উপজেলার একটি স্কুলের সাত শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। সোমবার   দুপুরে উপজেলার তায়মোস বেগম উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। স্কুলটির প্রধান শিক্ষক শিক্ষার্থীদের অসুস্থতার বিষয়টি নিশ্চিত করেছেন।

স্কুল সূত্রে জানা যায়, তীব্র গরমের মধ্যে উপজেলার তায়মোস বেগম উচ্চ বিদ্যালয়ে সকাল ১০টা থেকে ক্লাস শুরু হয়। এদিন শিক্ষার্থী উপস্থিতি ছিল কম। বেলা বাড়ার সাথে সাথে অনেক শিক্ষার্থী গরমে হাঁসফাঁস করতে থাকে। একপর্যায়ে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী সামিয়া আক্তার, সপ্তম শ্রেণির ফাহিমা আক্তার অসুস্থ হয়ে পড়ে। একই সময়ে অজ্ঞান হয়ে পড়ে অষ্টম শ্রেণির সামিয়া সায়মা ও নবম শ্রেণির মারিয়া আক্তার।

তৃতীয় ঘণ্টা চলাকালীন অষ্টম শ্রেণির শিক্ষার্থী উর্মি আক্তার, হেপি আক্তারসহ আরও একজন অসুস্থ হয়ে পড়ে। পরে তাদের অভিভাবককে ডেকে বাড়িতে পাঠিয়ে দেয়া হয়।

এ বিষয়ে তায়মোস বেগম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুদা আক্তার বলেন, ক্লাস চলাকালীন কয়েকজন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। পরে তাদের অভিভাবককে খবর দিয়ে বাড়িতে পাঠিয়ে দেয়া হয়।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে