পাবনায় সর্বোচ্চ তাপমাত্রা ৪২.৫ ডিগ্রি

প্রকাশিত: এপ্রিল ২৯, ২০২৪; সময়: ৭:৪০ অপরাহ্ণ |
পাবনায় সর্বোচ্চ তাপমাত্রা ৪২.৫ ডিগ্রি

রাজিউর রহমান রুমী, পাবনা : পাবনায় তাপমাত্রা ৪০ এর নিচে যেন নামছেই না৷ গতকাল চলতি মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা ৪২.৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে৷ সকাল থেকেই ভ্যপসা গড়ম৷ মেঘ বিহীন আকাশ৷ মাথার ওপর সূর্য উঠছে আর জমিনে আগুন ঢেলে দিচ্ছে। মৃদু বাতাস গরমের আচ দিয়ে যাচ্ছে৷ মাটি থেকে উঠছে গড়ম ভাপ ৷ রোদের মধ্যে কয়েক সেকেন্ড দাঁড়িয়ে থাকা যেন দোযখের আজাব । শরীরে মনে হয় আগুনের হল্কা শুলের মতো বিঁধছে।

এমনই চিত্র উত্তরের জেলা পাবনার বর্তমান আবহাওয়ার। জেলার ওপর দিয়ে বইছে তীব্র তাপপ্রবাহ। বিপর্যস্ত হয়ে পড়েছে মানুষের জনজীবন। শিশু ও বয়স্করা গরম জনিত রোগে ভুগছে৷ ডায়রিয়া ঠান্ডা নিমুনিয়া নিয়ে হাসপাতালে হচ্ছে না ঠাই৷ ঘরে বাইরে কোথাও মিলছে না স্বস্তি। প্রচন্ড গরমে হাঁসফাঁস করছে মানুষ ও প্রাণীকুল।

ঈশ্বরদী আবহাওয়া অফিসের আবহাওয়া পর্যবেক্ষক নাজমুল হক জানালেন , সোমবার বিকেল তিনটায় পাবনার ঈশ্বরদীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪২.৫ ডিগ্রি সেলসিয়াস। এ মৌসুমে এটাই সর্বোচ্চ তাপমাত্রা। এটি তীব্র তাপপ্রবাহ।

এদিকে গতকাল গরমে পাবনার সুজানগরে এক শিশু শিক্ষার্থী নিমোনিয়ায় মৃত্যু হয়েছে৷ কয়েক দিনে হিটস্ট্রোকে জেলায় পাঁচ জনের মৃত্যু হয়েছে৷

আবহাওয়া পর্যবেক্ষক নাজমুল হক আরও জানান, ‘বর্তমানে পাবনা জেলার ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বইছে। তীব্র তাপের কারণে সূর্যের আলো তির্যকভাবে শরীরে অনুভূত হচ্ছে। এছাড়া বর্তমানে আকাশে মেঘের উপস্থিতি খুবই কম এবং বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি হওয়ায় প্রকৃতিতে তীব্র তাপ অনুভূত হচ্ছে। সহসা বৃষ্টির সম্ভাবনা নেই।’

তিনি বলেন , গত বছর ১৭ এপ্রিল পাবনার ঈশ্বরদীতে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৪৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল। পর্যাপ্ত বৃষ্টিপাত না হওয়া পর্যন্ত তাপমাত্রা কমার কোনো সম্ভাবনা নেই।’

প্রতিদিনই তাপমাত্রা বাড়ার ফলে আম লিচু কাঠালের গুটি শুকিয়ে ঝরে পড়ছে । এর মধ্যে তীব্র গরম উপেক্ষা করেই পেটের তাগিদে শ্রমজীবী খেটে খাওয়া মানুষেরা কাজে বের হলেও পাচ্ছে না কাজ । খুব প্রয়োজন ছাড়া মানুষ ঘরের বাইরে বের হচ্ছে না। যারা বাইরে বের হচ্ছেন তাদের অনেকেই ছাতা ব্যবহার করছেন। তৃষ্ণা মেটাতে ফুটপাতের পানীয় শরবতের দোকানে ভীড় করছেন। মানুষের পাশাপাশি গরু, ছাগলসহ পশু প্রাণীরাও গরমে হাঁসফাঁস করছে। পোল্টি খামারিটা জানিয়েছেন গরমে তাদের মুরগি মারা যাচ্ছে৷ আশানুরূপ ডিম পাচ্ছে না খামার থেকে৷

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে