তানোরে প্রতিপক্ষের ধারালো হাসুয়ার কোপে চাচা ও ভাতিজা আহত

প্রকাশিত: এপ্রিল ২৯, ২০২৪; সময়: ৭:৪৭ অপরাহ্ণ |
তানোরে প্রতিপক্ষের ধারালো হাসুয়ার কোপে চাচা ও ভাতিজা আহত

সাইদ সাজু, তানোর : রাজশাহীর তানোর প্রতিপক্ষের হাসুয়ার কোপে চাচা ভাতিজা আহত হয়েছেন। সোমবার বিকালে ঘটনাটি ঘটেছে তানোর উপজেলা সরনজাই ইউপির চকপাড়া গ্রামে। আহতদের উদ্ধার করে তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আহতরা হলের সরনজাই চকপাড়া গ্রামের শহিদুল ইসলামের পুত্র বিপ্লব (২৬) ও তার চাচা দেলোয়ার হোসেন (৫০)। এঘটনায় তানোর থানায় মামলা দায়ের করবেন বলে জানান আহত বিপ্লবের পিতা ইমদাদুল ইসলাম।

গ্রামবাসী প্রত্যক্ষদর্শি ও আহতদের সাথে কথা বলে জানা গেছে, পূর্ব শক্রুতার জের ধরে প্রতিবেশী আতাউর কশাইয়ের পুত্র সাব্বির কশাই (২৭) মদ্যপ অবস্থায় সোমবার বিকালে এক হাতে হাসুয়া অন্য হাতে কাঠ ও বাঁশ কাটা আরি নিয়ে বিপ্লবের দোকানে এসে বিপ্লবের উপর হামলা চালিয়ে মাথায় কোপ মেরে রক্তাক্ত জখম করে আহত করেন।

এসময় ভাতিজা বিপ্লবকে বাচাতে এগিয়ে আসলে দেলোয়ার হোসেন (৫০) উপর হামলা চালিয়ে তাকেও আরি দিয়ে আঘাত করে আহত করেন। পরে গ্রামবাসী এগিয়ে আসলে হামলাকারী সাব্বির পালিয়ে যায়। পরে বিপ্লবের আত্নীয় স্বজন ও গ্রামবাসী রক্তাক্ত জখম গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন।

এবিষয়ে কথা বলার জন্য মুঠো ফোনে যোগাযোগ করা হলে হামলা কারী আতাউর কশাইয়ের পুত্র সাব্বিরের সাথে কথা বলা সম্ভব হয়নি। এব্যাপারে তানোর থানার অফিসার ইনচার্জ ওসি আব্দুর রহিম বলেন, এবিষয়টি থানায় কেউ অবহিত বা অভিযোগ করেননি। অভিযোগ করলে আইন গত ব্যবস্থা গ্রহন করা হবে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে