ভরদুপুরে পথচারীদের পানিয় পান করাণ কিছু তরুন

প্রকাশিত: এপ্রিল ২৯, ২০২৪; সময়: ৯:৫৭ অপরাহ্ণ |
ভরদুপুরে পথচারীদের পানিয় পান করাণ কিছু তরুন

নিজস্ব প্রতিবেদক, নওগাঁ : নওগাঁয় টানা দাবদাহে অতিষ্ঠ জনজীবন। সোমবার জেলায় মৌসুমের সর্বোচ্চ ৪০দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে বদলগাছি আবহাওয়া পর্যবেক্ষণ অফিস।
এই দাবদাহ থেকে একটু স্বস্তি দিতে পথচারীদের মাঝে পানিয় শরবত বিতরণ করছেন পৌর এলাকার কিছু তরুন যুবক।

তারা ভরদুপুরে রাস্তায় পথচারীদের স্বত্বি যোগাতে এসব পানিয় পান করাচ্ছেন। আর তরুন্দের সাথে নিয়ে এমন উদ্যোগ নিয়েছেন নওগাঁ পৌর ৪ং ওয়ার্ড পাটালিড় মোড় এলাকার ওমর ফারুক উদ্দিন সাফর।

গত তিন দিন থেকে দুপুরে শহরের পাটালিড় মোড় এলাকার কিছু তরুন যুবকরা রিকশাচালক, অটোরিকশাচালক, শিক্ষার্থী, যাত্রীসহ পথচারীদের ঠান্ডা পানিয়’র সাথে ট্যাংক ও পরিমানমত চিনি মিশিয়ে শরবত তৈরি করে গ্লাসে করে খাওয়ানো হচ্ছে।

তরুনদের এমন উদ্যোগ এলাকাবাসী জানান- নওগাঁয় কয়েকদিন থেকে তীব্র তাপদাহ চলছে। প্রচন্ড রোদে যারা দিনমজুর বিশেষ করে যারা রিকশা অটো চালক তারা খুব বিপর্যস্ত থাকে। মুলত তরুনদের এমন উদ্যোগ তারা চাঙ্গা হয়ে উঠছেন। কাজের জন্য তাদের শক্তির যোগান হিসেবে কাজ করবে। তবে যারা এই উদ্যোগ নিয়েছেন তারা মানুষের এই তীব্র গরম থেকে বাচাতে কিছুটা স্বস্তি ফিরিয়ে দেওয়ার কাজ করছেন। এমন করে তরুনদের পাশাপাশি বিত্যবানদের এমন পরিস্থিতি মোকাবিলায় সহযোগিতা হাত বাড়িয়ে দেওয়ার আহবান জানান এলাকাবাসী।

এলাকার তরুনদের মধ্যে ধ্রব, সাজু, আলম, সোবহান, রিয়াজ সহ দশ থেকে বারো জন প্রতিদিন দুপুরে এই কাজ করে থাকেন। কেউ ছাত্র আবার কেউ চাকুরীজীবি সকলে সবার স্থান থেকে এই তীব্র গরমে মানুষেকে স্বত্বি দানের কাজ তারা নিজ হাতে তুলে নিয়েছেন।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে