তিউনিশিয়ান কেমিক্যাল গ্রুপের সঙ্গে বিএডিসির চুক্তি

প্রকাশিত: এপ্রিল ৩০, ২০২৪; সময়: ১২:৫৮ অপরাহ্ণ |
খবর > জাতীয়
তিউনিশিয়ান কেমিক্যাল গ্রুপের সঙ্গে বিএডিসির চুক্তি

পদ্মাটাইমস ডেস্ক : টিপিএস আমদানির জন্য বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) ও তিউনিশিয়ান কেমিক্যাল গ্রুপ একটি চুক্তি স্বাক্ষর করেছে।

সোমবার (২৯ এপ্রিল) তিউনিশিয়ায় বাংলাদেশের কৃষি মন্ত্রণালয়ের সচিব ওয়াহিদা আক্তার ও তিউনিশিয়ার শিল্প, খনি ও জ্বালানি মন্ত্রণালয়ের স্টেট সেক্রেটারি ওয়ায়েল শুশানের উপস্থিতিতে চুক্তিটি স্বাক্ষর করা হয়।

ত্রিপোলির বাংলাদেশ দূতাবাস জানায়, তিউনিশিয়ায় বাংলাদেশের অনাবাসিক রাষ্ট্রদূত মেজর জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ খায়রুল বাশার বাংলাদেশ থেকে সফরকারী প্রতিনিধি দলের সঙ্গে দেশটি সফরে রয়েছেন। রাষ্ট্রদূতের উপস্থিতিতে টিপিএস আমদানির জন্য বিএডিসি ও তিউনিশিয়ান কেমিক্যাল গ্রুপ একটি চুক্তি স্বাক্ষর করেছে।

এছাড়া রাষ্ট্রদূত তার সফরের দ্বিপক্ষীয় কর্মসূচিতে তিউনিশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (এশিয়া) রাষ্ট্রদূত নেজমেদিন লালালের সঙ্গে সাক্ষাৎ করেন। বৈঠকে উভয় পক্ষ পারস্পরিক সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।

রাষ্ট্রদূত ফরেন অফিস কনসালটেশনে (এফওসি) বাংলাদেশের প্রস্তাবিত চুক্তি এবং কূটনৈতিক ও অফিসিয়াল পাসপোর্টের জন্য ভিসা ফি মওকুফের বিষয়ে তিউনিশিয়ার পক্ষকে বিবেচনার অনুরোধ জানান।

রাষ্ট্রদূত তিউনিশিয়ায় বসবাসরত বাংলাদেশি নাগরিকদের কল্যাণে তিউনিশিয়া সরকারের অব্যাহত সমর্থন ও সহযোগিতা কামনা করেন। উভয়পক্ষ দুই দেশের ব্যবসায়ী সম্প্রদায়ের মধ্যে সরাসরি যোগাযোগ স্থাপনের পাশাপাশি একসঙ্গে কাজ করতে সম্মত হয়েছে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে