ভারতের বিশ্বকাপ দল ‘প্রায়’ চূড়ান্ত, সম্ভাব্য ১৫’তে আছেন যারা

প্রকাশিত: এপ্রিল ৩০, ২০২৪; সময়: ১:৫৪ অপরাহ্ণ |
খবর > খেলা
ভারতের বিশ্বকাপ দল ‘প্রায়’ চূড়ান্ত, সম্ভাব্য ১৫’তে আছেন যারা

পদ্মাটাইমস ডেস্ক :  চলতি বছরই রয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ইতোমধ্যেই দলগুলো বিশ্বকাপকে সামনে রেখে পরিকল্পনা সাজাচ্ছে। এবারের আসরের অন্যতম ফেভারিট দল ভারত। বিশ্বকাপের আগে ভারতের আন্তর্জাতিক টি-টোয়েন্টি সিরিজ না থাকায় আইপিএলই শেষ ভরসা তাদের জন্য।

চলমান আইপিএল বড় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপের দল গঠনে। নিয়ম অনুযায়ী, আসন্ন বিশ্বকাপে অংশগ্রহণকারী প্রতিটি দলকে ১ মে’র মধ্যে দল ঘোষণা করতে হবে। জানা গেছে, বুধবার (১ মে) বিশ্বকাপের দল ঘোষণা করতে পারে ভারত।

বিশ্বকাপের দল নির্বাচনের জন্য হাতে আর বেশি সময় নেই। মঙ্গলবার (৩০ এপ্রিল) আহমেদাবাদে বোর্ড সচিব জয় শাহের সঙ্গে বৈঠকে বসছে অজিত আগরকরের নেতৃত্বাধীন নির্বাচক কমিটি। বিশ্বকাপের ১৫ সদস্যের দল বেছে নেওয়াই বৈঠকের আসল উদ্দেশ্য।

উক্ত বৈঠকে হার্দিক পাণ্ডিয়া এবং দ্বিতীয় উইকেট কিপার নির্বাচন নিয়ে আলোচনা হতে পারে। জানা গিয়েছে, চলমান আইপিএলে ছন্দে থাকা কেএল রাহুল এবং সঞ্জু স্যামসনের মধ্যে লড়াই হবে। আরেক বিকল্প জিতেশ শর্মা নেই ফর্মে। ধ্রুব জুরেল উইকেটকিপিংয়ের সুযোগ পাচ্ছেন না। তিলক বর্মা এবং সন্দীপ শর্মাকে নেওয়া হবে কি না তা নিয়ে আলোচনা হতে পারে। বিশেষত ডেথ ওভারে সন্দীপের পারফরম্যান্সে অনেকেই খুশি।

ভারতের সম্ভাব্য বিশ্বকাপ দল:
রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, ঋষভ পন্ত, হার্দিক পান্ডিয়া, শিভাম দুবে, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, অর্শ্বদীপ সিং, জাসপ্রিত বুমরাহ, যুজবেন্দ্র চাহাল, শুভমান গিল, সঞ্জু স্যামসন, রিংকু সিং ও খলিল আহমেদ।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে