শিবগঞ্জে দুর্যোগ ব্যবস্থাপনায় জরুরী সাড়াদান পদ্ধতি শক্তিশালীকরণে কর্মশালা

প্রকাশিত: এপ্রিল ৩০, ২০২৪; সময়: ৮:৪০ অপরাহ্ণ |
শিবগঞ্জে দুর্যোগ ব্যবস্থাপনায় জরুরী সাড়াদান পদ্ধতি শক্তিশালীকরণে কর্মশালা

নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যদের সঙ্গে এসওডি এর আলোকে দুর্যোগ ব্যবস্থাপনায় জরুরী সাড়াদান পদ্ধতি শক্তিশালীকরণের লক্ষে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনু্ষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের বাস্তবায়নে উপজেলা প্রশাসনের হলরুমে এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জল হোসেন। প্রশিক্ষক ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের কমিউনিকেশন অ্যানালাইসিস স্পেশালিস্ট সৈয়দ আশরাফ উল ইসলাম। প্রশিক্ষণে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধান, শিক্ষক, সমাজকর্মী ও গণমাধ্যমকর্মীসহ ৫০ জন অংশ নেয়।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে