দুর্গাপুরে ভাইস চেয়ারম্যান পদে বাবা-ছেলে প্রার্থী

প্রকাশিত: মে ১, ২০২৪; সময়: ১:৫২ অপরাহ্ণ |
দুর্গাপুরে ভাইস চেয়ারম্যান পদে বাবা-ছেলে প্রার্থী

পদ্মাটাইমস ডেস্ক : রাজশাহীর দুর্গাপুর উপজেডলা পরিষদ নির্বাচনে ভাইস-চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান আব্দুল মোতালেব মোল্লা ও তার ছেলে উপজেলা শ্রমিক লীগের সহ-সভাপতি এসএম শামীম ফিরোজ মনোনয়নপত্র দাখিল করেছেন। একই পদে বাবা ও ছেলে মনোনয়নপত্র জমা দেওয়ায় ভোটারদের মধ্যে কৌতূহল সৃষ্টি হয়েছে। ভোটাররা বলছেন, আগাম সতর্কতা হিসেবে বাবা ও ছেলে পরস্পর ডামি প্রার্থী হয়েছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নির্বাচন কমিশনের (ইসি) ঘোষিত তফসিল অনুযায়ী দুর্গাপুর উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২১ মে। ইতোমধ্যে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও সংরক্ষিত নারী ভাইস চেয়ারম্যান পদে মোট ১২ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে তিনজন, ভাইস চেয়ারম্যান পদে ছয়জন এবং সংরক্ষিত নারী ভাইস চেয়ারম্যান পদে তিনজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। তার মধ্যে বাবা-ছেলেও আছেন।

বাবা ও ছেলে একই সঙ্গে মনোনয়নপত্র দাখিল করা প্রসঙ্গে শামীম ফিরোজ বলেন, আমার বাবা আব্দুল মোতালেব মোল্লা উপজেলা পরিষদের বর্তমান ভাইস চেয়ারম্যান। তিনি সম্প্রতি অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষদিন পর্যন্ত যদি আমার বাবা শারীরিকভাবে সুস্থ না হয়ে ওঠেন সেক্ষেত্র আমি ভোটে প্রতিদ্বন্দ্বিতা করব। আর যদি আমার বাবা সুস্থ হয়ে মাঠে নামতে পারেন তাহলে আমি মনোনয়নপত্র প্রত্যাহার করে নেব।

তিনি আরও বলেন, আমাদের বাবা-ছেলের মধ্যে মতের কোনো বিরোধ নেই। আমরা রাজনৈতিক কোনো কৌশল হিসেবে একসঙ্গে মনোনয়নপত্র দাখিল করিনি।

জানা গেছে, দুর্গাপুর উপজেলা পরিষদের নির্বাচন হবে ২১ মে। ৩০ এপ্রিল বিকাল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময়। আগামী ২ মে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ হবে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে