জাতীয় সাবাতে কারাতে প্রতিযোগিতায় রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সাফল্য

প্রকাশিত: মে ২, ২০২৪; সময়: ৮:০২ অপরাহ্ণ |
খবর > খেলা
জাতীয় সাবাতে কারাতে প্রতিযোগিতায় রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সাফল্য

নিজস্ব প্রতিবেদক : জাতীয় সাবাতে (কারাতে) প্রতিযোগিতায় জেলা ক্রীড়া সংস্থার সাফল্য। গত ২৬ থেকে ২৮ এপ্রিল শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়াম, মিরপুর ঢাকায় ৪র্থ সাবাতে (ফ্রেন্স বক্সিং) চ্যাম্পিয়নশীপ ২০২৪ অনুষ্টিত হয়। উক্ত চ্যাম্পিয়নশীপে রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার টিম অংশ গ্রহণ করে।

সেখান থেকে হাসান আজমাইন স্বর্ণ, ওয়াসাকা জান্নাত রোদশী রৌপ্য, মোঃ অরণ্য, রৌপ্য, নিশাত নাওয়াল স্বচ্ছ তাম্র, মোঃঅর্নব হোসেন তাম্র, আব্দুল আওয়াল তৌফিক তাম্র,আফরা ইবনাত তোরসা তাম্র, মোঃ তোফাজ্জেল হোসেন আরাফাত তাম্র, শ্রীবিপ্লব কুমার তেওয়ারী তাম্র, তামান্না ইয়াসমিন জুঁই তাম্র, মোসাঃ স্বর্ণা খাতুন তাম্র, এবং সালওয়া পারিশা তাম্রসহ মোট ১টি স্বর্ণ, ২টি রৌপ্য ও ৯টি তাম্র পদক অজন করে। কোচের দায়িত্বে ছিলেন সেনসাই বকুল হোসেন,সহকারী কোচের দায়িত্বে ছিলেন মরিয়ম বেগম, ম্যানেজারের দায়িত্ব পালন করেন রিজভী আহম্মেদ।

রেফারির দায়িত্ব পালন করেন ইফ্ফাত জেরিন ও রফিকুল আহম্মেদ রিদয়। প্রতিযোগিতা শেষে গতকাল সকালে তারা রাজশাহীতে ফিরেছে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে