এনায়েতপুরে সিরাজ উদ্দিন চৌধুরীর ২১তম মৃত্যুবার্ষিকী পালন

প্রকাশিত: মে ৫, ২০২৪; সময়: ১১:২৬ পূর্বাহ্ণ |
এনায়েতপুরে সিরাজ উদ্দিন চৌধুরীর ২১তম মৃত্যুবার্ষিকী পালন

নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ : সরকারী পাবনা এ্যাডওয়ার্ড কলেজের সহযোগী অধ্যাপক নিলুফা সুলতানা চৌধুরীর বাবা সিরাজগঞ্জের এনায়েতপুর ইসলামীয়া উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন অবৈতনিক প্রধান শিক্ষক, তৎকালীন পাবনা জেলার স্বর্ণপদকপ্রাপ্ত শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব সিরাজ উদ্দিন চৌধুরীর ২১তম মৃত্যুবার্ষিকী আজ।

এ উপলক্ষে নিজ বাড়ি এনায়েতপুরে রোববার দুপুরে তার আত্মার শান্তি কামনা করে পবিরারের পক্ষ থেকে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে এলাকার গরীব দুঃখীসহ সমাজের বিভিন্ন স্তরের মানুষ অংশ নেন।

সিরাজ উদ্দিন চৌধুরী ছিলেন, এলাকার সর্বজন শ্রদ্ধেয় মানুষ। এলাকার শিক্ষা ও সামাজিক অঙ্গনে তার ভুমিকা ছিল অসাধারণ। মানব কল্যাণেওও ছিলেন অনন্য একজন।

স্থানীয় সুদিয়া চাঁদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম জাহিদ ও এলাকার সামাজিক সেবা সংগঠন একুশে ফোরামের সভাপতি আখতারুজ্জামান তালুকদার জানান, সামাজিকতা মানবিকতা মানুষের প্রতি দায়বদ্ধতায় এক অনন্য মানুষ ছিলেন সিরাজ উদ্দিন চৌধুরী।

তার খ্যাতি শুধু সিরাজগঞ্জ পাবনা টাঙ্গাইলে নয়, পুরো দেশ জুড়ে তার ছিল সুনাম। তার মতো উদার ন্যায়পরায়ণ মানুষের এখন বড়ই অভাব। সত্যিকারের একজন মানবিক পরোপকারী মানুষ হতে হলে আমাদের প্রত্যেককে সিরাজ উদ্দিন চৌধুরীর নীতি আদর্শকে অনুসরণ করতে হবে।

তবেই মানুষের মধ্যে ভেদাভেদ দূর হবে। সমাজ হবে মানবিকতার মেলবন্ধন। মহান মানুষ সিরাজ উদ্দিন চৌধুরীর জন্য তাই আমাদের বিনম্র শ্রদ্ধা।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে