সুন্দরবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস-নৌবাহিনী-কোস্টগার্ড

প্রকাশিত: মে ৫, ২০২৪; সময়: ১২:৩৫ অপরাহ্ণ |
সুন্দরবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস-নৌবাহিনী-কোস্টগার্ড

পদ্মাটাইমস ডেস্ক : বাগেরহাটে সুন্দরবনের গহীনে লাগা আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট, নৌ-বাহিনী ও কোস্টগার্ড কাজ শুরু করছে। রোববার (৫ মে) সকাল ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে তারা।

গতকাল শনিবার (৪ মে) দুপুরে স্থানীয় জেলেরা সুন্দরবন পূর্ব বনবিভাগের চাঁদপাই রেঞ্জের আমুরবুনিয়া টহল ফাঁড়ি সংলগ্ন বনাঞ্চলে আগুন দেখতে পায়। পরে খবর পেয়ে বন বিভাগ ও স্থানীয়রা মিলে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এরপর ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিস। তবে আলোর স্বল্পতা ও পানির উৎস দূরে হওয়ায় গতকাল আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করতে পারেনি ফায়ার সার্ভিস।

স্থানীয়রা জানায়, আগুন সুন্দরবনের প্রায় দুই কিলোমিটার এলাকাজুড়ে ছড়িয়ে পড়ে। এলাকাটিতে বাঘ-হরিণসহ অন্যান্য বন্য প্রাণীর বিচরণ বেশী বলেও জানান তারা।

সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা কাজী মুহাম্মদ নুরুল করিম জানান, অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে এখনও নিশ্চিত হতে পারেননি তারা। আগুন নিয়ন্ত্রণের পর এটি অনুসন্ধানে একটি কমিটি গঠন করা হবে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে