নাটোরে পল্লী বিদ্যুৎ সমিতির বৈষম্যের প্রতিবাদে কর্মবিরতি

প্রকাশিত: মে ৫, ২০২৪; সময়: ৪:৪৪ অপরাহ্ণ |
নাটোরে পল্লী বিদ্যুৎ সমিতির বৈষম্যের প্রতিবাদে কর্মবিরতি

নিজস্ব প্রতিবেদক, নাটোর : বৈষম্যের প্রতিবাদে নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর কর্মকর্তা-কর্মচারীরা কর্মবিরতি পালন করেছে।

রবিবার দুপুরে সারা দেশের ন্যায় শহরের ফুলবাগান কার্যালয়ে ৩ টি জোনাল ও ৩ টি সাব জোনাল অফিসের কর্মকর্তা ও কর্মচারী এই কর্মবিরতি পালন করেন। চাকুরী স্থায়ীকরণ, অভিন্ন চাকুরীবিধি বাস্তবায়ন, বৈষম্য দূরীকরণ, বরখাস্তকৃত কর্মচারিদের পুনঃবহালসহ বিভিন্ন দাবি আদায়ে এই কর্মবিরতি পালন করেন কর্মকর্তা-কর্মচারীরা।

এ সময় বক্তারা বলেন, কর্মবিরতির স্মারকলিপিতে অংশগ্রহণ করায় ভোলা পবিস-এর এজিএম আইটি ও এজিএম অর্থকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বোর্ডের এ ধরণের কর্মকান্ডের প্রতিবাদ জানিয়ে সকল প্রকার শোষণ, নির্যাতন ও নিপীড়ন বন্ধ ও ভবিষ্যতে এরকম বৈষম্য না করার দাবি জানান তারা।

এসময় পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর ডিজিএম, এজিএম , সহ সকল কর্মকর্তা কর্মচারীগণ উপস্থিত ছিলেন । এর আগে, দেশের ৮০টি পল্লী বিদ্যুত সমিতির কর্মকর্তা কর্মচারীগণ প্রধানমন্ত্রী বরবার তাদের দাবি-দওয়া সম্বলিত স্মারকলিপি প্রদান করেন।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে