চারঘাটে দুইদিন ব্যাপী কৃষক প্রশিক্ষণ

প্রকাশিত: মে ৬, ২০২৪; সময়: ৭:৪০ অপরাহ্ণ |
চারঘাটে দুইদিন ব্যাপী কৃষক প্রশিক্ষণ

নিজস্ব প্রতিবেদক, চারঘাট (রাজশাহী) : আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যম রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের (১ম সংশোধিত ) আওতায় দুইদিন ব্যাপী কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (০৫-০৬ মে) সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজনে উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্র এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা ফিরোজ আহম্দে এর সঞ্চালনায় উপজেলা কৃষি কর্মকর্তা আল মামুন হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ মোঃ মাহামুদুল ফারুক,অতিরিক্ত পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর,রাজশাহী অব্জল। এসময় অন্যাদের মধ্যে বক্তব্য রাখেন সাবিনা বেগম, অতিরিক্ত উপ-পরিচালক উদ্দ্যান, নাইম হাসান মনিটরিং কর্মকর্তা কৃষি অধিদপ্তর রাজশহী।

এসময় ছাড়াও উপস্থিত ছিলেন চারঘাট প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম বাচ্চু সহ উপ- সহকারী কৃষি কর্মকর্তা মনিরুজ্জামান,আমিরুল ইসলাম,কৃষক আশরাফুল ইসলাম ও বিভিন্ন ইউনিয়নের কৃষক সদস্যবৃন্দ। দুই ভেনুতে মোট ৬০ জন কৃষক-কৃষানি প্রশিক্ষার্থী অংশ গ্রহন করেন বলে জানান উপজেলা কৃষিবিদ আল মামুন হাসান

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে