বাঘায় আগুনে ৫ ঘর পুড়ে ১০ লাখ টাকার ক্ষতি

প্রকাশিত: মে ৭, ২০২৪; সময়: ৯:০৯ অপরাহ্ণ |
বাঘায় আগুনে ৫ ঘর পুড়ে ১০ লাখ টাকার ক্ষতি

নিজস্ব প্রতিবেদক, বাঘা : রাজশাহীর বাঘায় অগ্নিকান্ডে ৫টি ঘর পুড়ে ভস্মিভূত হয়েছে। এতে ক্ষতি হয়েছে ১০ লাখ টাকা। সোমবার (৭ মে) বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের গোকুলপুর জামে মসজিদের মুয়াজিন ও গোকুলপুর গ্রামের মৃত নয়ব উদ্দিনের ছেলে আমির উদ্দিনের বাড়িতে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

বাড়ির মালিক আমির উদ্দিন বলেন, অসাবধানতা বশত: বাড়িতে রান্না ঘরের চুলা থেকে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের দল আসার আগে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রন করতে করতে বাড়ির ৫টি ঘরের সমস্ত মালামাল পুড়ে ১০ লাখ টাকা ক্ষতি হয়েছে। এতে আমি নিশ্ব হয়ে গেছি। আমার আর কিছুই নেই, যা ছিল সব আগুনে পুড়ে গেছে।

এ বিষয়ে পাকুড়িয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মেম্বও ও গোকুল গ্রামের বাসিন্দা সালাউদ্দিন মিলটন বলেন, খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্থলে গিয়েছিলাম। বিষয়টি চেয়ারম্যান মেরাজুল ইসলামের মাধ্যমে উপজেলা প্রশাসনকে জানানো হয়েছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার তরিকুল ইসলাম বলেন, একটি বাড়ির ৫টি ঘর আগুনে পুড়ে গেছে, শুনেছি। বিষয়টি জেলা প্রশাসককে জানানো হয়েছে। সহযোগিতা আসলে সাথে সাথে ক্ষতিগ্রস্থ পরিবারকে দেওয়া হবে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে