রাজশাহীতে পাথরবোঝাই ট্রাক থেকে ৫ কোটি টাকার হেরোইনসহ গ্রেপ্তার ১

প্রকাশিত: মে ৭, ২০২৪; সময়: ৯:৫৪ অপরাহ্ণ |
রাজশাহীতে পাথরবোঝাই ট্রাক থেকে ৫ কোটি টাকার হেরোইনসহ গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীতে ট্রাকে করে পাথরের আড়ালে হেরোইন পাচারের সময় ৫ কোটি ১০ লাখ টাকা মূল্যের হেরোইনসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। সোমবার রাত সাড়ে ১০টার দিকে নগরীর কাশিয়াডাঙ্গা-আমচত্বর সড়কে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত ওই ব্যক্তির নাম মোহাম্মদ জামাল। সে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাট মিলিক বাগানবাড়ীর তেনু হোসেনের ছেলে।

মঙ্গলবার (৭ মে) দুপুরে রাজশাহী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের বিভাগীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত পরিচালক ফজলুর রহমান এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের একটি টিম সোমবার রাত সাড়ে ১০টার দিকে কাশিয়াডাঙ্গা-আমচত্বর সড়কে অবস্থান নেয়। এসময় সন্দেহজনক ট্রাকটি থামিয়ে একটি ব্যাগের ভেতর পুরাতন কাপড় দিয়ে মোড়ানো ৫ কেজি ১০০ গ্রাম হেরোইন জব্দ করা হয়।

তিনি আরও বলেন, ট্রাকটিতে ১৫ হাজার ১১০ কেজি পাথর ছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে চক্রের অন্যান্য হোতাদের সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে বলেও জানান তিনি।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে