সেই ভিডিও নিয়ে আইনি ব্যবস্থা মমতার, কী বললেন মোদি?

প্রকাশিত: মে ৮, ২০২৪; সময়: ৮:৩৯ পূর্বাহ্ণ |
সেই ভিডিও নিয়ে আইনি ব্যবস্থা মমতার, কী বললেন মোদি?

পদ্মাটাইমস ডেস্ক : ভোটের মাঠে সামাজিক মাধ্যমে অনেক ব্যঙ্গ ছড়ায়। অনেকে রাজনৈতিক নেতাকে নিয়ে প্রতিপক্ষ বিভিন্ন মিম ভিডিও তৈরি করে।

এবার কয়েকদিন ধরে ভাইরাল একটি নাচের ভিডিওতে জুড়ে দেওয়া হয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে। মূলত মার্কিন র‍্যাপার লিল ইয়াচির স্টেজে ঢোকার ভিডিওকে অনুসরণ করে তৈরি হয়েছে এই মিম।

এ নিয়ে চটেছেন মমতা, আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন। মমতাকে নিয়ে এই ধরনের মিম শেয়ার করায় বেশ কিছু নেটিজেনকে পুলিশি নোটিশ পাঠান হয়েছে।

এই নোটিশে লেখা রয়েছে, এই ধরনের পোস্ট আইনশৃঙ্খলজনিত সমস্যা তৈরি করতে পারে। অবিলম্বে ভিডিও না সরালে আইনি ব্যবস্থা নেওয়া হবে। তবে উল্টো পথে মোদি, নিজেকে নাচতে দেখে কী বললেন প্রধানমন্ত্রী?

কৃষ্ণা নামে এক এক্স হ্যান্ডেল ব্যবহারকারী মোদীকে নিয়ে একটি মিম ভিডিও শেয়ার করলে লেখেন, এই ভিডিও শেয়ার করছি কারণ ডিক্টেটর এর জন্য আমাকে গ্রেপ্তার করবেন না।

এই ভিডিওটি পাল্টা রি-টুইট করে মোদি লেখেন, আপনাদের সকলের মতোই আমি আমার নিজের নাচের ভিডিও উপভোগ করছি। এর সঙ্গে তিনটি স্মাইলি ইমোজি শেয়ার করে মোদি লেখেন, নির্বাচনের সময় এই ধরনের পোস্ট আনন্দ দেয়।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে