রাঙামাটিতে ভোটের শুরুতেই বৃষ্টি

প্রকাশিত: মে ৮, ২০২৪; সময়: ৯:১৪ পূর্বাহ্ণ |
রাঙামাটিতে ভোটের শুরুতেই বৃষ্টি

পদ্মাটাইমস ডেস্ক : বৃষ্টিকে সঙ্গী করে শুরু হয়েছে রাঙামাটি পার্বত্য ৪ উপজেলার ভোটগ্রহণ। বুধবার (৮ মে) ৬ষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচনের প্রথম ধাপের ভোটগ্রহণ শুরুর সঙ্গে সঙ্গে শুরু হয় ঝুম বৃষ্টি। বৃষ্টির কারণে কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি একেবারেই কম লক্ষ্য করা গেছে।

এদিকে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, বুধবার রংপুর, রাজশাহী, বরিশাল, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা, ঝড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। মঙ্গলবার (৭ মে) রাঙামাটিতে ৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

৬ষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচনে রাঙামাটি পার্বত্য জেলার ৪টি উপজেলায় ভোট অনুষ্ঠিত হচ্ছে। উপজেলাগুলো হলো, রাঙামাটি সদর, কাউখালী, জুরাছড়ি ও বরকল। এই ৪ উপজেলায় ইউনিয়ন রয়েছে ১৯টি।

মোট ৯২টি ভোটকেন্দ্রে ভোটার সংখ্যা ২ লাখ ১১ হাজার ৬ জন। এর মধ্যে জুরাছড়ি ৭টি ও বরকল উপজেলায় ২টিসহ মোট ৯টি হেলিসর্টি কেন্দ্র রয়েছে।

রাঙামাটি সদর উপজেলার ৬টি ইউনিয়নে ৪১টি ভোটকেন্দ্রে ভোটার সংখ্যা ১ লাখ ১ হাজার ৫৭ জন। কাউখালী উপজেলায় ৪টি ইউনিয়নে ২১টি ভোটকেন্দ্রে ভোটার সংখ্যা ৫০ হাজার ৭৩৬ জন।

জুরাছড়ি উপজেলায় ইউনিয়ন রয়েছে ৪টি, ভোটকেন্দ্র ১৩টি এবং ভোটার সংখ্যা ২০ হাজার ৩০ জন এবং বরকল উপজেলায় ৫টি ইউনিয়নের ১৭ টি ভোটকেন্দ্রে ভোটার সংখ্যা ৩৯ হাজার ১৮৩ জন।

এই ৪ উপজেলায় ১২ জন চেয়ারম্যান, ১০ জন ভাইস চেয়ারম্যান ও ৯ জন মহিলা ভাইস চেয়ারম্যানসহ মোট ৩১ জন প্রার্থী বিভিন্ন প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

রাঙামাটি সিনিয়র জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মনির হোসেন বলেন, বৃষ্টি হলেও সুষ্ঠু পরিবেশে সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। আশা করছি কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই ভোটগ্রহণ শেষ হবে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে