ভোটার উপস্থিতি কম, শুরু হয়েছে রাজশাহীর ২ উপজেলা নির্বাচন

প্রকাশিত: মে ৮, ২০২৪; সময়: ১০:৩৯ পূর্বাহ্ণ |
ভোটার উপস্থিতি কম, শুরু হয়েছে রাজশাহীর ২ উপজেলা নির্বাচন

নিজস্ব প্রতিবেদক : শান্তিপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে রাজশাহীর তানোর ও গোদাগাড়ী উপজেলায় প্রথম ধাপের ভোটগ্রহণ সকাল ৮ টা থেকে শুরু হয়েছে। যা বিরতিহীনভাবে চলবে বিকেল ৪ টা পর্যন্ত ।

শুরুতেই ভোটার উপস্থিতি কম লক্ষ্য করা গেছে। তবে বেলা বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিতি বাড়বে বলে ধারণা করা হচ্ছে। কয়েকটি কেন্দ্র ঘুরে দেখা গেছে, কেন্দ্রগুলোতে নারী ভোটারের চেয়ে পুরুষ ভোটারের উপস্থিতি বেশি ।

সকালে সরেজমিনে গোদাগাড়ী সরকারি উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ, সোনাদীঘি উচ্চ বিদ্যালয়, মাটিকাটা উচ্চ বিদ্যালয়, মহিশালবাড়ি প্রাথমিক বিদ্যালয়সহ বেশ কয়েকটি কেন্দ্র ঘুরে দেখা গেছে, কোথাও ৫ শতাংশ, তো কোথাও ৮ শতাংশ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

সংশ্লিষ্টরা বলছেন, গতরাতে বৃষ্টি হবার কারণে সকালে উপস্থিতি কম। বেলা বাড়ার সাথে সাথে উপস্থিত বাড়বে।

সকালে গোদাগাড়ীর সোনাদীঘি উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শনে এসে বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মোহাম্মদ হুমায়ুন কবির বলেন- সুষ্ঠ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে। আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে। ভোটের মাঠে পুলিশের পাশাপাশি র‌্যাব ও আনসার ব্যাটালিয়নের সদস্যরা দায়িত্ব পালন করছেন। ভোটার উপস্থিতি সন্তোষজনক হবে বলেও জানান তিনি।

এ দুই উপজেলায় মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৪৭ হাজার ৩৩৩ জন। এর মধ্যে গোদাগাড়ীতে ২ লাখ ৮১ হাজার ১৬০ ও তানোরে ১ লাখ ৬৬ হাজার ১৭৩ ভোটার।

দুই উপজেলায় মোট প্রার্থী ১৬ জন। যাদের মধ্যে ৭ জন চেয়ারম্যান প্রার্থী। এর মধ্যে গোদাগাড়ীতে ৫ জন চেয়ারম্যানসহ ৯ জন এবং তানোরে ২ জন চেয়ারম্যানসহ ৭ জন।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে