গোদাগাড়ীতে বেলা বাড়ার সাথে সাথে বেড়েছে ভোটারের উপস্থিতি

প্রকাশিত: মে ৮, ২০২৪; সময়: ১২:৩৭ অপরাহ্ণ |
গোদাগাড়ীতে বেলা বাড়ার সাথে সাথে বেড়েছে ভোটারের উপস্থিতি

নিজস্ব প্রতিবেদক : শান্তিপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে সকাল ৮টা থেকে শুরু হয়েছে রাজশাহীর তানোর ও গোদাগাড়ী উপজেলার প্রথম ধাপের ভোটগ্রহণ। চলবে বিকেল ৪ টা পর্যন্ত ।

শুরুতে ভোটার উপস্থিতি কম লক্ষ্য করা গেলেও বেলা বাড়ার সাথে সাথে কেন্দ্রে আসতে শুরু করেছে ভোটাররা। কয়েকটি কেন্দ্র ঘুরে দেখা গেছে, কেন্দ্রগুলোতে নারী ভোটারের চেয়ে পুরুষ ভোটারের উপস্থিতি বেশি ।

বেলা সাড়ে ১১ টার দিকে গোদাগাড়ীর নবগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা যায়, ভোটারদের দীর্ঘ লাইন। অতিরিক্তি রোদে অনেক ভোটার ছাতা মাথায় দিয়ে লাইনে দাঁড়িয়েছেন। আর কেন্দ্রের বাইরে যেন ঈদ আনন্দে মেতেছে গ্রামবাসী।

লাইনে দাঁড়ানো বৃদ্ধ ভোটার রহিমা বেগম জানান, গতরাতে বৃষ্টি হয়েছে তাই আমরা সকালে ভোট দিতে আসতে পারিনি। এখন বাড়ির সব কাজ শেষ করে পরিবারের সবাইকে নিয়ে ভোট দিতে এসেছি। কেউ আমাদের বাঁধা দেয়নি।

এদিন সকালে, গোদাগাড়ীর সোনাদীঘি উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শনে গিয়ে বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মোহাম্মদ হুমায়ুন কবির বলেন, সুষ্ঠ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে। আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে। ভোটের মাঠে পুলিশের পাশাপাশি র‌্যাব ও আনসার ব্যাটালিয়নের সদস্যরা দায়িত্ব পালন করছেন। এসময় ভোটার উপস্থিতি সন্তোষজনক হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি ।

গোদাগাড়ী উপজেলায় এবার চেয়ারম্যান পদে ৫ জন, ভাইস চেয়ারম্যান পদে ৪ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এখানে মোট ভোটার সংখ্যা ২ লাখ ৮১ হাজার ১ শত ৬০ জন। যার মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৪১ হাজার ৮ শত ৭০ জন ও নারী ভোটার ১ লক্ষ ৩৯ হাজার ২ শত ৮৯ জন। এখানে তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১ জন।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে