পত্নীতলা উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী হলেন যারা

প্রকাশিত: মে ৯, ২০২৪; সময়: ১১:৩৪ পূর্বাহ্ণ |
পত্নীতলা উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী হলেন যারা

নিজস্ব প্রতিবেদক, পত্নীতলা : নওগাঁর পত্নীতলায় প্রথম ধাপের ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে।

বুধবার (৮ মে) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ করা হয়।

ভোট গণনা শেষে রাতে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন সহকারী রিটার্নিং কর্মকর্তা। চেয়ারম্যান পদে আলহাজ্ব আব্দুল গাফ্ফার, ভাইস চেয়ারম্যান পদে আব্দুল আহাদ, মহিলা ভাইস চেয়ারম্যান পদে সাবিনা বেগম বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন।

বুধবার (৮ মে) সকাল ৮ থেকে বিকাল ৪ টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়েছে এতে চেয়ারম্যান পদে আলহাজ্ব আব্দুল গাফ্ফার মোটরসাইকেল প্রতীকে ৬২৭৮৮ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন । তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী বীরমুক্তিযোদ্ধা আব্দুল খালেক চৌধুরী ঘোড়া প্রতীকে পেয়েছেন ৫০৮৫৬ ভোট।

ভাইস চেয়ারম্যান পদে আব্দুল আহাদ টিউবওয়েল প্রতীকে ৬৭৮০৭ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী দিলিপ চৌহান তালা প্রতীকে পেয়েছেন ২৫৯৯৯ ভোট।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে সাবিনা বেগম কলস প্রতীকে ৫৬৮০৬ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী খাদিজাতুল কোবরা মুক্তা হাঁস প্রতীকে পেয়েছেন ৫২৯১১ ভোট।

পত্নীতলা উপজেলা নির্বাচন অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী রিটার্নিং অফিসার জোবায়ের হোসেন এ ফলাফল ঘোষনা করেন। নির্বাচন সুষ্ঠ ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে