ঘর ও বাইসাইকেলসহ শিক্ষাবৃত্তি পেল মোহনপুরের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সদস্যরা

প্রকাশিত: মে ১৪, ২০২৪; সময়: ৭:৩৮ অপরাহ্ণ |
ঘর ও বাইসাইকেলসহ শিক্ষাবৃত্তি পেল মোহনপুরের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সদস্যরা

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী : বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা কর্মসূচী, ২০২৩-২৪ এর আওতায় মোহনপুর উপজেলায় বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সদস্যদের বসতঘর, বাইসাইকেল ও শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে।

(১৪ মে) দুপুরে মোহনপুর উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার আয়েশা সিদ্দিকা শিক্ষাবৃত্তিসহ এ উপকরণ হস্তান্তর করেন।

উপকরণসমূহের মধ্যে একটি পরিবারকে বসতঘর এবং দুইজনকে বাইসাইকেল প্রদান করা হয়। এছাড়া প্রাথমিক পর্যায়ের দশজন, মাধ্যমিক পর্যায়ের তিনজন এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ের দুইজন শিক্ষার্থী শিক্ষাবৃত্তি পেয়েছে।

উল্লেখ্য যে, পার্বত্য চট্টগ্রাম ব্যতিত সমতলে বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সহযোগিতার জন্য প্রধানমন্ত্রীর কার্যালয় এ কর্মসূচি বাস্তবায়ন করছে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে