নগরীর ওমরপুর থেকে মাদ্রাসা ছাত্র নিখোঁজ

প্রকাশিত: মে ১৪, ২০২৪; সময়: ৭:৪৩ অপরাহ্ণ |
নগরীর ওমরপুর থেকে মাদ্রাসা ছাত্র নিখোঁজ

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর পবা উপজেলার নওহাটা পৌর সভার ৭নং ওয়ার্ডের সন্তোষপুর গ্রামের রিসালাত রায়নাল নামের (১০) এক শিশু দুইদিন থেকে নিখোঁজ রয়েছে। রিসালাত রায়নান সন্তোষপুর গ্রামের রাসেদুল ইসলামের ছেলে। এ ব্যাপারে আরএমপি শাহ মখদুম থানায় সাধারণ ডায়েরী করা হয়েছে।

জিডি ও পারিবারিক সূত্রে জানা গেছে, রাজশাহীর সিটি করপোশেনের ১৭ নম্বর ওয়ার্ড ওমরপুর কিসমত পেট্রোল পাম্পের পাশে জামালুল কুরআন সালাফী মাদ্রাসায় রিসালাত রায়নাল লেখাপড়া করে। গত ১৩ মে সকাল সাড়ে ৬টার দিকে বাড়ি থেকে মাদ্রাসার উদ্দেশে বের হয়। পৌনে সাতটার দিকে ওই মাদ্রাসার সামনে তাকে অনেকেই দেখেছেন।

ওই মাদ্রাসার নিয়ম অনুযায়ী রিসালাত রায়নাল সারাদিন লেখাপড়া শেষে রাত ৮টার দিকে অভিভাবকের সাথে মাদ্রাসা থেকে বাড়ি ফিরে। রাত আটটার দিকে তার পিতা রাসেদুল ইসলাম এসে দেখেন সে মাদ্রাসায় নেই। মাদ্রাসার শিক্ষকরা তাকে জানান, রিসালাত রায়নাল নিখোঁজের দিন মাদ্রাসাতেই আসে নাই।

এরপর সম্ভাব্য সকল স্থানে খোঁজ নিয়ে রিসালাত রায়নালকে না পেয়ে ওই রাতেই আরএমপি শাহ মখদুম থানায় সাধারণ ডায়েরী করা হয়। থানা পুলিশ রিসালাত রায়হানকে উদ্ধারে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। রিসালাতের বয়স ১০ বছর, উচ্চতা প্রায় সাড়ে তিন ফুট, গায়ের রং ফর্সা, মুখমন্ডল লম্বা। তার এক এক কানে লম্বা আকৃতির টিউমার রয়েছে।

এদিকে কোন সহৃদয় ব্যক্তি রিসালাত রায়নালের খোঁজ পেলে তার পিতা রাসেদুল ইসলামকে ০১৭৬৭৪২৩৬১৩ নাম্বার মোবাইলে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে