সিরাজগঞ্জের তাড়াশে ২২৬ কেজি গাজা সহ আটক ২, ক্যাভার্ড ভ্যান জব্দ

প্রকাশিত: মে ১৭, ২০২৪; সময়: ৩:০৩ অপরাহ্ণ |
সিরাজগঞ্জের তাড়াশে ২২৬ কেজি গাজা সহ আটক ২, ক্যাভার্ড ভ্যান জব্দ

নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের তাড়াশে র‍্যাব-১২ এর অভিযানে ২২৬ কেজি গাজা সহ দুইজন মাদক ব্যবসায়ীকে আটক ও ১টি ক্যাভার্ড ভ্যান জব্দ হয়েছে। আটক মোঃ আল আমিন (২২) ও রাজা চাবিলতা গ্রামের ইম্মত আলীর ছেলে এরশাদ ওরফে হৃদয় (২৭)।

র‌্যাব-১২’র অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মারুফ হোসেন পিপিএম জানান, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে র‍্যাব-১২ এর সদর কোম্পানির কমান্ডার স্কোয়াড্রন লীডার মোহাম্মদ ইলিয়াস খান এর নেতৃত্বে একটি টিম শুক্রবার সকালে সিরাজগঞ্জের হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের তাড়াশ উপজেলার হামকুরিয়ায় অভিযান চালায়।

সেখানে ঢাকা গামী কাভার্ডভ্যানে তল্লাশি চালিয়ে ২২৬ কেজি গাজা সহ ওই দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। দুপুরে সিরাজগঞ্জের তাড়াশ থানায় মামলা দায়ের করে তাদের পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে