নাটোরের দুই উপজেলায় নির্বাচিত হলেন যারা

প্রকাশিত: মে ২২, ২০২৪; সময়: ১২:২৫ অপরাহ্ণ |
নাটোরের দুই উপজেলায় নির্বাচিত হলেন যারা

নিজস্ব প্রতিবেদক, নাটোর : নাটোরের লালপুর ও বাগাতিপাড়া উপজেলায় উপজেলা পরিষদ নির্বাচন সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে।

বেসরকারিভাবে প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে এই দুটি উপজেলায় নির্বাচিতরা হলেন- বাগািতপাড়া উপজেলায় বিএনপি থেকে বহিস্কৃত উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক এএসএম জাহাঙ্গীর হোসেন। তার প্রাপ্ত ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দবী শরিফুল ইসলাম শরীফ।

নির্বাচনে মোটর সাইকেল প্রতিকে ১৪,৬৫৭ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন জাহাঙ্গীর হোসেন । নিকটতম প্রতিদ্বন্দী শালিক প্রতিকের প্রার্থী আসলাম উদ্দিন পেয়েছেন ১৩,৬৪৯ ভোট।

অপরদিকে লালপুর উপজেলায় বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন লালপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ সাগর।

তার প্রাপ্ত ভোট ৩০.৫১৪। নিকটতম প্রতিদ্বন্দ্বী লালপুর উপজেলা আাওয়ামী লীগ সভাপতি আফতাব হোসেন পেয়েছেন ২৬,৯৯৭। ভোটের ব্যবধান ৪৫৫৫ভোট।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে