দীর্ঘদিন পর তিতাস-১৪ নম্বর কূপ থেকে গ্যাস উত্তোলন শুরু

প্রকাশিত: মে ২২, ২০২৪; সময়: ১১:৪৭ পূর্বাহ্ণ |
দীর্ঘদিন পর তিতাস-১৪ নম্বর কূপ থেকে গ্যাস উত্তোলন শুরু

পদ্মাটাইমস ডেস্ক : দীর্ঘদিন বন্ধ থাকার পর তিতাস-১৪ নম্বর কূপের ওয়ার্কওভার শেষে পরীক্ষামূলকভাবে গ্যাস উত্তোলন শুরু হয়েছে।

মঙ্গলবার (২১ মে) কূপটি থেকে গ্যাস উত্তোলন শুরু হয়।পরীক্ষামূলকভাবে কূপটি থেকে দৈনিক ১২ থেকে ১৩ মিলিয়ন ঘনফুট হারে গ্যাস উত্তোলন হবে।

বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেডের (বাপেক্স) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী শোয়েব এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, প্রথম পর্যায়ে কূপ ক্লিনিং এবং পরবর্তীতে গ্যাস প্রসেস করে জাতীয় গ্রিডে সরবরাহ করা হবে।

জানা গেছে, ২০২১ সালের নভেম্বর থেকে এই কূপটির গ্যাস উত্তোলন বন্ধ ছিল। বাপেক্স নিজেদের সক্ষমতায় ওয়ার্কওভারের মাধ্যমে পুনরায় কূপটি থেকে গ্যাস উত্তোলন শুরু করেছে।

উল্লেখ্য, বর্তমানে বাপেক্সের ৪টি কূপ খনন রিগ একসঙ্গে কৈলাশটিলা-৮, বেগমগঞ্জ -৪, রশিদপুর-৫, তিতাস-১৪ এ কূপ খনন ও ওয়ার্কওভারের কাজে নিয়োজিত আছে, যা বাপেক্সের ইতিহাসে প্রথম।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে