পোরশা উপজেলায় নির্বাচিত হলেন যারা

প্রকাশিত: মে ২২, ২০২৪; সময়: ১২:৪৪ অপরাহ্ণ |
পোরশা উপজেলায় নির্বাচিত হলেন যারা

নিজস্ব প্রতিবেদক, পোরশা : ৬ষ্ঠ উপজেলা পরিষদের ২য় ধাপের নির্বাচনে নওগাঁর পোরশা উপজেলা পরিষদে ২য় বার উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরী।

তিনি এর আগে ৫ম উপজেলা পরিষদ নির্বাচনে নৌকার প্রার্থীর সাথে বিদ্রোহী প্রার্থী হিসেবে বিপুল ভোটোর ব্যবধানে চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। এবারে ২১ মে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলার ৪১ টি কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

এতে অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরী (কাপ-পিরিচ) ২৬ হাজার ২০৮ ভোট পেয়ে বেসরকারিভাবে ২য় বারের মতো নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন (ঘোড়া) পেয়েছেন ২২ হাজার ৪৬৭ ভোট।

এদিকে প্রথমবার ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে বই প্রতীক নিয়ে ১৬ হাজার ১৯৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান খোকন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি অবসরপ্রাপ্ত সেনা সদস্য মোজাম্মেল হক (তালা) পেয়েছেন ৯ হাজার ৬৬৫ ভোট।

অপরদিকে ৪র্থ বার ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে হাঁস প্রতীক নিয়ে ২৯ হাজার ৯২৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন উপজেলা বিএনপির বহিস্কৃত যুগ্ম আহবায়ক মমতাজ বেগম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মহিলা আওয়ামী লীগের নেত্রী নিলুফা ইয়াছমিন (কলস) পেয়েছেন ১১ হাজার ২৫৬ ভোট।

মঙ্গলবার ভোটগ্রহণ শেষে রাত ১১টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারি রিটর্নিং কর্মকর্তা আরিফ আদনান নির্বাচনের ফলাফল বেসরকারিভাবে ঘোষণা করেন।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে