শিবগঞ্জে ভ্যানগাড়ি ও ল্যাপটপ বিতরণ

প্রকাশিত: মে ২২, ২০২৪; সময়: ৭:১৩ অপরাহ্ণ |
শিবগঞ্জে ভ্যানগাড়ি ও ল্যাপটপ বিতরণ

নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষে একজনকে একটি ভ্যান গাড়ি ও এক মেধাবী ছাত্রকে ল্যাপটপ প্রদান করা হয়েছে।

বুধবার সকালে সংসদ সদস্যের ব্যক্তিগত তহবিল হতে ১ লাখ ২৪ হাজার টাকা ব্যয়ে উপজেলা পরিষদ চত্বরে ভ্যান গাড়ির চাবি ও একটি ল্যাপটপ তুলে দেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল এমপি।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জল হোসেন, সহকারী কমিশনার (ভূমি) জুবায়ের হোসেন, নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান রবিউল খাস নয়ন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আরিফুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শাহিন আকতারসহ অন্যরা। উপকারভোগীরা হলেন- শিবগঞ্জ পৌর এলাকার ছোটচক মহল্লার আঞ্জার হোসেন ও সোহেল রানা।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে