সিরাজগঞ্জে শিশু ধর্ষণের চেষ্টায় এক ব্যক্তি আটক

প্রকাশিত: মে ২৩, ২০২৪; সময়: ১০:৪৬ পূর্বাহ্ণ |
সিরাজগঞ্জে শিশু ধর্ষণের চেষ্টায় এক ব্যক্তি আটক

নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের এনায়েতপুর থানার মাধবপুরে ৭ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টায় এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আটক আল আমিন সরকার (৩১) গ্রামের সাইদুল ইসলাম সরকারের ছেলে। এ ঘটনায় মেয়েটির বাবা আব্দুল মমিন বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছে।

পুলিশ ও নির্যাতিতা শিশুর পরিবার জানায়, বুধবার বেলা ১১টায় মাধবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে খেলা করছিল শিশুটি। তখন কৌশলে ডেকে নিয়ে পাশের লাউ খেতে নিয়ে যায় লম্পট আল আমিন। এরপর শিশুটাকে ধর্ষণ চেষ্টা কালে সে চিৎকার দেয়। প্রতিবেশী এক নারীর মাধ্যমে জেনে শিশুটির মা তাৎক্ষণিক ছুটে আসলে ধর্ষক আল আমিন পালিয়ে যায়।

পরে রাতে অভিযোগ পেয়ে পুলিশ ঘটনাস্থলে যেয়ে অভিযান চালিয়ে ধর্ষক আলামিনকে আটক করে থানায় নিয়ে আসে।

এনায়েতপুর থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, অভিযোগ পাওয়া মাত্রই ওই গ্রামে গিয়ে আমরা অভিযান চালিয়ে ধর্ষনের চেষ্টাকারী আল আমিনকে আটক করি। বৃহস্পতিবার সকালে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে