বাঘা উপজেলা বিএনপি নেত্রী রুমি বহিষ্কার

প্রকাশিত: মে ২৩, ২০২৪; সময়: ১:৫৬ অপরাহ্ণ |
বাঘা উপজেলা বিএনপি নেত্রী রুমি বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক, বাঘা : দলীয় নির্দেশনা না মেনে আসন্ন বাঘা উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেওয়ায় উপজেলা বিএনপির সদস্য ফারহানা দিল আফরোজ (রুমি)কে বহিষ্কার করা হয়েছে। বুধবার (২২ মে) দলের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

দলটির সিনিয়র যুগ্ন মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী স্বাক্ষরিত পত্রে বলা হয়েছে, নির্বাচনে অংশগ্রহণের সুনিদিষ্ট অভিযোগের প্রেক্ষিতে দলীয় গঠনতন্ত্র মোতাবেক বাংলাদেশ জাতীয়তাবাদী দল(বিএনপি)’র প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হলো।

নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, বাঘা উপজেলায় ভোট হবে ৫ জুন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে অংশ নিয়েছেন রুমি।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে