২৩তম চাইল্ড পার্লামেন্টের প্রস্তুতিমূলক অধিবেশন শুরু

প্রকাশিত: মে ২৩, ২০২৪; সময়: ২:৫৯ অপরাহ্ণ |
২৩তম চাইল্ড পার্লামেন্টের প্রস্তুতিমূলক অধিবেশন শুরু

নিজস্ব প্রতিবেদক, জয়পুরহাট : ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স এনসিটিএফের ২৩ তম চাইল্ড পার্লামেন্টের প্রস্তুতিমূলক অধিবেশন শুরু হয়েছে।

“সকল শিশুই মূল্যবান, করবে দেশের উন্নয়ন”এই প্রতিপাদকে সামনে রেখে বৃহস্পতিবার সকালে (২৩ মে) ঢাকা মোহাম্মদপুরের আদাবর ইএসডিও ভবন কনফারেন্স রুমে এই প্রস্তুতিমূলক অধিবেশন শুরু হয়।

প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায়, ওয়াই মুভস প্রকল্পের আওতায়, ইয়েস বাংলাদেশ ২৩ তম চাইল্ড পার্লামেন্টের আয়োজন করছে।

বাংলাদেশে শিশু অধিকার প্রতিষ্ঠায় চাইল্ড পার্লামেন্ট একটি জাতীয় পর্যায়ের প্ল্যাটফর্ম হিসেবে ২০০৩ সাল থেকে কাজ করে আসছে। ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স এনসিটিএফ এর এ্যডভোকেসি উইং চাইল্ড পার্লামেন্ট এ পর্যন্ত মোট ২২ টি অধিবেশন সফলভাবে সম্পন্ন করেছে।

আগামী ২৫ শে মে শনিবার সকাল ১১ টার দিকে অনুষ্ঠিত হবে চাইল্ড পার্লামেন্টের ২৩ তম অধিবেশন। এবারের অধিবেশনে বাংলাদেশের চল্লিশটি জেলা ও ১৬ টি বিশেষ অঞ্চলের ৬৫ জন চাইল্ড পার্লামেন্ট সদস্য উপস্থিত থাকবেন সেই চাইল্ড পার্লামেন্টে।

প্রতিটি জেলার শিশুরা নিজ জেলার সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরবেন চাইল্ড পার্লামেন্ট অধিবেশনে। ২৩তম চাইল্ড পার্লামেন্ট অধিবেশনে স্পিকারের দায়িত্ব পালন করবেন এনসিটিএফ এর চাইল্ড পার্লামেন্ট স্পিকার প্রপা মজুমদার।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশর জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শামসুল হক টুকু এমপি।

এরই প্রস্তুতি হিসেবে ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স এনসিটিএফ এর ২৩ তম চাইল্ড পার্লামেন্টের প্রস্তুতিমূলক অধিবেশন শুরু হয়েছে।

প্রস্তুতিমূলক অধিবেশনে গ্রুপ ওয়ার্কের মাধ্যমে শিশুরা সারা দেশের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার বিষয়গুলো একত্রিত করে।
কর্মশালায় উপস্থিত ছিলেন, প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের ওয়াই মুডস প্রজেক্টের প্রজেক্ট ম্যানেজার নিলুফা নার্গীস পূর্বাশা, ক্যাপাসিটি বিল্ডিং স্পেশালিস্ট সৈয়দা হোসনে কাদেরী মালা, এস আর এইচ আর স্পেশালিস্ট হারজিনা জহুরা, ইয়েস বাংলাদেশের নির্বাহী পরিচালক ফাহমিদা হক নিশি, ওয়াই মুভস প্রজেক্ট এর ইয়েস বাংলাদেশের প্রজেক্ট অফিসার আনিকা বুশরা, ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স এনসিটিএফের চাইল্ড পার্লামেন্ট স্পিকার প্রপা মজুমদার, ডেপুটি স্পিকার ডিকে দিব্বা মনি, কোর কমিটির সদস্য ও এনসিটিএফ কেন্দ্রীয় কমিটির সভাপতি জয়িতা দত্ত কথা, সাধারণ সম্পাদক ফাহিম জামান, প্যানের ডেপুটি স্পিকার মাইশা আহমেদ, প্যানের স্পিকার আরিয়ান আহমেদ বিজয়, সুমি আক্তার প্রমূখ।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে