ফাইনাল না খেলেও আইপিএলে কোহলির রেকর্ড

প্রকাশিত: মে ২৭, ২০২৪; সময়: ১১:২১ পূর্বাহ্ণ |
খবর > খেলা
ফাইনাল না খেলেও আইপিএলে কোহলির রেকর্ড

পদ্মাটাইমস ডেস্ক : আইপিএলের ফাইনালে ছিলেন না ভারতীয় ক্রিকেটের বড় তারকা বিরাট কোহলি। তবে না থেকেও তার নামটা রয়ে যায় প্রবলভাবেই।

আইপিএলের এবারের আসরে শুরু থেকেই ব্যাটে রানের ফোয়ারা ছুটিয়েছেন এই ড্যাশিং ওপেনার। রোববারের ফাইনালের দিনেও চিত্রটা বদলাল না। ফাইনাল না খেললেও রেকর্ডবুকে নাম তুলেছেন এই ভারতীয়।

এবার আইপিএলে ৭৪১ রান করেছেন কোহলি। যার মধ্যে একটি সেঞ্চুরি এবং পাঁচটি অর্ধশতক রয়েছে। আইপিএল ফাইনাল শেষ হওয়ার আগেই এবার সর্বোচ্চ রান অরেঞ্জ ক্যাপের ফয়সালা হয়ে গেল।

ফাইনালে ট্রাভিস হেড ০ রানে আউট হতেই কোহলি হয়ে যান এবারের টুর্নামেন্টে সর্বোচ্চ রান সংগ্রহকারী। রান সংগ্রহকারীদের তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ঋতুরাজ গাইকোয়াড়(৫৮৩)আগেই টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছেন।

৫৬৭ রান করা হেডের অবশ্য কোহলিকে টপকে যেতে করতে হতো অবিশ্বাস্য কিছু। কিন্তু সেটাও আসলে হওয়ার ছিল না। আর তাতেই ক্যারিয়ারে দ্বিতীয়বার আইপিএলের অরেঞ্জ ক্যাপ জিতলেন কোহলি।

এর আগে ২০১৬ সালে ৯৭৩ রান করেছিলেন। সেইবারও অরেঞ্জ ক্যাপ জিতে নিয়েছিলেন। প্রথম ভারতীয় ব্যাটার হিসেবে আইপিএলে দ্বিতীয়বার এই স্বীকৃতির মালিক হলেন কোহলি।

এর আগে ডেভিড ওয়ার্নার ওবং ক্রিস গেইল একাধিকবার কমলা টুপি জিতেছেন, তবে প্রথম ভারতীয় হিসেবে এই কৃতিত্ব অর্জন করলেন কোহলি।

আইপিএলে অভিষেকের পর থেকেই কোহলি ব্যাট হাতে ঝড় তুলেছেন। ১৭ মৌসুম ধরে আইপিএল খেলছেন। সর্বাধিক ১০টি সেঞ্চুরির রেকর্ডও তারই দখলে।

আইপিএলের ২৫২টি ম্যাচের ২৪৪টি ইনিংসে ব্যাট করতে নেমে ৮০০০ রানের গণ্ডি টপকে গিয়েছেন বিরাট। আরসিবি তারকা ছাড়া আর কোনও ব্যাটারের আইপিএলে এমন নজির নেই।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে