শিবগঞ্জে সরকারি আর্থিক ব্যবস্থাপনা সংস্কার শীর্ষক কর্মশালা

প্রকাশিত: মে ২৭, ২০২৪; সময়: ৬:২০ অপরাহ্ণ |
শিবগঞ্জে সরকারি আর্থিক ব্যবস্থাপনা সংস্কার শীর্ষক কর্মশালা

নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সরকারি আর্থিক ব্যবস্থাপনা সংস্কার শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের স্ট্রেনদেনিং পাবলিক ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট প্রোগ্রাম টু এনাবল সার্ভিস ডেলিভারি ও উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, অর্থ বিভাগের অতিরিক্ত সচিব দিলরুবা শাহীনা। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. উজ্জল হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন শিবগঞ্জ পৌরসভার মেয়র সৈয়দ মনিরুল ইসলাম। কর্মশালায় উপজেলা প্রশাসনের সকল দপ্তরের প্রধানগণ অংশ নেয়। কর্মশালায় সরকারি আর্থিক ব্যবস্থাপনা সংস্কার বিষয়ক আইবাস প্লাস প্লাসসহ বিভিন্ন দিক নিয়ে আলোকপাত করা হয়।

শেষে এসপিএফএমএস কর্মসূচির কর্মকর্তা, পরামর্শক, এবং বিশ^ব্যাংক ও দাতা সংস্থার প্রতিনিধি সমন্বয়ে ২৫ জনের একটি পরিদর্শন দল উপজেলা সমাজসেবা কার্যালয়, মহিলা বিষয়ক কার্যালয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কার্যক্রম সরজমিন পরিদর্শন করেন।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে