চারঘাটে কৃষি প্রযুক্তি মেলা উদ্ধোধন

প্রকাশিত: মে ২৭, ২০২৪; সময়: ৭:১৫ অপরাহ্ণ |
চারঘাটে কৃষি প্রযুক্তি মেলা উদ্ধোধন

নিজস্ব প্রতিবেদক, চারঘাট : স্মার্ট বাংলাদেশ, স্মার্ট কৃষি এই শ্লোগানকে সামনে রেখে চারঘাটে তিনদিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলা উদ্ধোধন ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় সোমবার (২৭ মে) বিকালে চারঘাট উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজনে এই মেলার উদ্ধোধন করা হয়।

র‌্যালীটি চারঘাট উপজেলা পরিষদ চত্বর থেকে বিভিন্ন সড়ক প্র্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদে শেষ হয়। কৃষি প্রযুক্তি মেলার শুভ উদ্ধোধন করেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট রাজশাহী ও রিটার্নিং অফিসার,ষষ্ঠ উপজেলা পরিষদ সাধারন নির্বাচন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদা খানমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট রাজশাহী ও রিটার্নিং অফিসার,ষষ্ঠ উপজেলা পরিষদ সাধারন নির্বাচন। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা আল মামুন হাসান। এসময় বক্তব্য দেন সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা শাহিনুর ইসলাম প্রামানিক, সহকারী পুলিশ সুপার (সার্কেল) প্রণব কুমার সরকার, উপজেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ রায়হান কুদ্দুস,উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা খন্দকার ফিরোজ মাহমুদ।

এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চারঘাট মডেল থানা অফিসার ইনচার্জ সিদ্দিকুর রহমান,নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি -২ ডিজিএম রঞ্জন কুমার সরকার ও চারঘাট প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম বাচ্চু সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী কৃষক সদস্যবৃন্দ। সব শেষে কৃষি প্রযুক্তি মেলায় ২৫টি স্টল পরিদর্শন করেন অতিথিবৃন্দ।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে