শিবগঞ্জে সেই ফেন্সিকে প্রতিবন্ধী ভাতাবহি দিল সমাজসেবা কার্যালয়

প্রকাশিত: মে ২৮, ২০২৪; সময়: ৮:১৩ অপরাহ্ণ |
শিবগঞ্জে সেই ফেন্সিকে প্রতিবন্ধী ভাতাবহি দিল সমাজসেবা কার্যালয়

নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) :
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সেই ফেন্সি বেগমকে প্রতিবন্ধী ভাতাবহি দিয়েছে উপজেলা সমাজসেবা কার্যালয়। মঙ্গলবার দুপুরে উপজেলা সমাজসেবা কার্যালয়ে ফেন্সি বেগমের হাতে ভাতাবহি তুলে দেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস।

জানা গেছে- প্রায় এক বছর পূর্বে হঠাৎ উপজেলা সমাজসেবা কার্যালয়ে এসে ফেন্সি বেগম জানান তিনি ক্যান্সার রোগে আক্রান্ত। তার গর্ভে ৭ মাসের সন্তান। ফলে চিকিৎসার ব্যয়বহুল খরচ চালানো কোনভাবে সম্ভব হচ্ছে না। বিষয়টি জেনে উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস তাৎক্ষণিক তার ব্যবস্থা নেন। তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হায়াত ফেন্সি বেগমকে ১০ হাজার টাকা সহায়তা প্রদান করেন।

পরে সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল বিষয়টি অবহিত হলে তিনি ফেন্সি বেগমের ক্যান্সারের কেমো থেরাপির জন্য নগদ ২০ হাজার টাকা প্রদান করেন। একই সঙ্গে গর্ভের সন্তান জন্ম হবার পর শিশু আবির হাসানের জন্য উপজেলা রোগী কল্যাণ সমিতি হতে খাবার দুধ প্রদান করা হয়। পরবর্তীতে ক্যান্সার আক্রান্ত ফেন্সি বেগমকে  চিকিৎসার জন্য এককালীন ৫০ হাজার টাকার চেক প্রদান করে সমাজসেবা অধিদপ্তর। এছাড়া ফেন্সি বেগমের দুই শিশু রায়হান ও আবির হাসানকে সমাজসেবা কার্যালয়ের সিএসপিবি প্রকল্পের কেস ম্যানেজমেন্টের আওতায় নিয়ে আসা হয়। দেওয়া হয় ফ্যামিলি কিট্স ও শিশু সুরক্ষা ভাতা।

এদিকে পরিবারে অস্বচ্ছলতার কারণে ফেন্সি বেগমের বড় ছেলে রায়হানকে শেখ রাসেল শিশু প্রশিক্ষণ  ও পুনর্বাসন কেন্দ্রে ভর্তি করা হয়। অপরদিকে ফেন্সি বেগমকে বিভিন্নভাবে সহায়তা প্রদান করে চককীর্তি ইউনিয়ন পরিষদ। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন চককীর্তি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনোয়ার হাসান আনু মিঞা, ধাইনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবদুল লতিফ, চককীর্তি ইউনিয়ন সমাজকর্মী মঈন আলী ও শিশু সুরক্ষা সমাজকর্মী সেনারুল ইসলাম প্রমূখ।

 

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে