রাজশাহীর দুই উপজেলায় উৎসব মূখর পরিবেশে ভোট গ্রহন চলছে

প্রকাশিত: মে ২৯, ২০২৪; সময়: ১১:৩৮ পূর্বাহ্ণ |
রাজশাহীর দুই উপজেলায় উৎসব মূখর পরিবেশে ভোট গ্রহন চলছে

নিজস্ব প্রতিবেদক : তৃতীয় ধাপে রাজশাহী জেলার পবা ও মোহনপুর উপজেলায় ভোট গ্রহন হচ্ছে। দুই উপজেলায় উৎসব মূখর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে। সকাল ৮ টার পর থেকে লাইনে দাড়িয়ে শৃংখলা বজায় রেখে পছন্দের প্রার্থীকে ভোট দিচ্ছে ভোটাররা।

সরজমিনে নির্বাচনী কেন্দ্রগুলো ঘুরে জানা যায়, মোহনপুরে মহিষকু্ন্ডি দাখিল মাদ্রাসা কেন্দ্রে সকাল ৯ টার দিকে ভোট দিয়েছেন, রাজশাহী-৩ আসনের সাবেক সংসদ সদস্য আয়েন উদ্দিন এমপি, উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. আব্দুস সালাম, আনারস প্রতিকের চেয়ারম্যান পদপ্রার্থী আফজাল হোসেন বকুল। এছাড়া অন্যান্য প্রার্থী ও ভোটাররা নিজ নিজ কেন্দ্রে গিয়ে ভোট ভোট প্রদান করেন।

দুই উপজেলায় চেয়ারম্যান পদে ১১ জন, ভাইস-চেয়ারম্যান ১৩ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৯ জন প্রার্থী রয়েছেন।

এ দুই উপজেলায় মোট ভোট কেন্দ্র ১২৯। এর মধ্যে পবা উপজেলায় ভোট কেন্দ্র ৮৪টি এবং ভোটার সংখ্যা দুই লাখ ৬০ হাজার ৮৩৮ জন। আর মোহনপুর উপজেলায় ভোট কেন্দ্র ৪৫টি এবং মোট ভোটার এক লাখ ৪৫ হাজার ৫৪৩।

প্রতিটি কেন্দ্রে ৫ জন পুলিশ, ১৭ জন আনসার সদস্য নিয়োজিত থাকবে। এছাড়াও র‌্যাব ও বিজিবি সদস্যরা টহল দিবেন। প্রতিটি উপজেলায় ১ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও ১০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দ্বায়িত্ব পালন করছেন।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে