নাথিং ফোন টুএ মডেল এলো স্পেশাল এডিশনে

প্রকাশিত: মে ৩০, ২০২৪; সময়: ১২:০৯ অপরাহ্ণ |
নাথিং ফোন টুএ মডেল এলো স্পেশাল এডিশনে

পদ্মাটাইমস ডেস্ক : স্পেশাল এডিশনে বাজারে এলো নার্থি ফোন টু এ মডেল। সীমিত সংখ্যায় এই ফোন পাওয়া যাবে বলে জানিয়েছে নাথিং। বিশেষ সংস্করণে প্রিমিয়াম কালার দেওয়া হয়েছে। এছাড়াও আছে বেশ কিছু অনবদ্য ফিচার।

এই ফোনে সংস্থার সিগনেচার ডিজাইন ট্রান্সপ্যারেন্ট লুক তো পাবেনই, তবে নয়া চমক লাল, হলুদ, নীল এবং ধুসর রং। কয়েকটি দেশেই এই স্পেশাল এডিশন ফোন পাওয়া যাবে বলে জানিয়েছে নাথিং কোম্পানি। স্পেশাল এডিশন কেনা যাবে ১২ জিবি র‌্যাম ও ২৫৬ জিবি স্টোরেজে।

প্লাস্টিক বডি রয়েছে স্মার্টফোনে। মিলবে নাথিংয়ের সিগনেচার ডিজাইন ট্রান্সপ্যারেন্ট লুক। ফোনের ডিসপ্লে রয়েছে ৬.৭ ইঞ্চির অ্যামোলিড প্যানেল। এই স্ক্রিনে এইচডি প্লাস রেজুলেশন পাওয়া যাবে।

রিফ্রেশ রেট মিলবে ১২০ হার্টজ। এই ফোনে তিনটি এলইডি স্ট্রিপ রয়েছে। এতে পাবেন ১০টি নতুন রিংটোন, অ্যালার্ট সাউন্ড এবং নোটিফিকেশন সাউন্ড।

ট্রান্সপ্যারেন্ট স্ক্রিনের সঙ্গে এতে কোম্পানির সিগনেচার ফিচার Glyph ইন্টারফেসও পাওয়া যাবে। প্রসেসর পাবেন মিডিয়াটেক ডায়মেনসিটি ৭২০০।

ফোনের বিল্টইন স্টোরেজের পাশাপাশি মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে স্টোরেজ বাড়িয়ে নেওয়া যাবে। নাথিং ফোন ২এ স্পেশাল এডিশনে অপারেটিং সিস্টেম রয়েছে অ্যানড্রয়েড ১৪।

ক্যামেরার ক্ষেত্রে ব্যাক প্যানেলে রয়েছে ডুয়াল ক্যামেরা সেটআপ। এর মধ্যে প্রাইমারি ক্যামেরা ৫০ মেগাপিক্সেল এবং ৫০ মেগাপিক্সেল সেকেন্ডারি ক্যামেরা। একটি আল্ট্রা ওয়াইড লেন্সও রয়েছে ফোনে।

এতে অপটিকাল ইমেজস্টাবিলাইজেশন সাপোর্টও রয়েছে বলে জানিয়েছে নাথিং। ফোনের সামনে পাবেন ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। নাথিং ফোন ২এ স্পেশাল এডিশনে ব্যাটারি ক্যাপাসিটি রয়েছে ৫০০০ এমএএইচ। সঙ্গে দেওয়া হয়েছে ৩৫ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে