চারঘাটে নির্বাচনী সংঘর্ষে প্রতিবেশীকে রক্ষা করতে গিয়ে হামলার শিকার হয়ে হাসপাতালে বৃদ্ধা

প্রকাশিত: জুন ৫, ২০২৪; সময়: ৮:২৬ অপরাহ্ণ |
চারঘাটে নির্বাচনী সংঘর্ষে প্রতিবেশীকে রক্ষা করতে গিয়ে হামলার শিকার হয়ে হাসপাতালে বৃদ্ধা

নিজস্ব প্রতিবেদক : নির্বাচনকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে প্রতিবেশীকে রক্ষা করতে গিয়ে আক্রমনের শিকার হয়ে হাসপাতালে বৃদ্ধা৷ ৬ষ্ঠ ধাপের উপজেলা পরিষদ নির্বাচনের ৩য় পর্যায়ে বুধবার সকাল ৮টা থেকে চারঘাট উপজেলায় ভোট শুরু হয়ে শেষ হয় বিকেল ৪টায়। ওই উপজেলার বেলঘরিয়া এলাকায় সকাল ১০টায় ভোট প্রদান করে ফিরছিলেন বৃদ্ধা সাধিনা বেগম। পথিমধ্যে কেন্দ্রের বাইরে দুই প্রার্থীর সমর্কদের মধ্যে সংঘর্ষ চলাকালীন নিজ প্রতিবেশীকে মারখেতে দেখে তাকে রক্ষা করতে এগিয়ে গেলে বৃদ্ধাকে বেধরক পিটিয়ে যখম করে স্থানীয় বখাটে ফরহাদ৷

রাজশাহী মেডিকেলে চিকিৎসাধীন ওই বৃদ্ধার নাতি হাফিজুর রহমান জানান, ঘটনার পর আমরা খবর পেয়ে কেন্দ্রের সামনে গিয়ে দেখি আমার নানি অচেতন অবস্থায় পড়ে আছে এবং তার মাথা দিয়ে অনবড়ত রক্ত পড়ছে। সময় নষ্ট না করে আমরা দ্রুত নানিকে রাজশাহী মেডিকেলে নিয়ে আসি৷ বেলঘরিয়া এলাকার স্থানীয় বখাটে যুবক ফরহাদ আমার নানীকে এমন অমানসিক ভাবে মেরেছে৷ আমার নানিতো আমাদের প্রতিবেশী আনন্দকে মার খেতে দেখে তাকে ছুটাতে যায় কিন্তু ফরহাদ ও তাদের সন্ত্রাসী বাহিনী আমার নানীকেও মারতে ছাড়ে নি৷ আমি এর সুষ্ঠ তদন্ত করে বিচার চাই।

এঘটনায় চারঘাট থানায় আহত বৃদ্ধার দুই ছেলে টাইলস মিস্ত্রি লিটন আর মিঠু বাদী হয়ে একটি অভিযোগ দায়ের করে।

 

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে