নন্দীগ্রাম উপজেলা পরিষদ নির্বাচনে জয়ী হলেন যারা

প্রকাশিত: জুন ৫, ২০২৪; সময়: ৮:৫৮ অপরাহ্ণ |
নন্দীগ্রাম উপজেলা পরিষদ নির্বাচনে জয়ী হলেন যারা

নিজস্ব প্রতিবেদক, নন্দীগ্রাম (বগুড়া) : বগুড়ার নন্দীগ্রাম উপজেলা পরিষদ নির্বাচনে বুধবার (৫জুন) সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

এ নির্বাচনে চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন রানা। তিনি মোটরসাইকেল প্রতীক নিয়ে মোট পেয়েছে ৪১৩৭৯ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ। তিনি আনারস প্রতীক নিয়ে মোট ২৮০৫১ ভোট পেয়েছে।

ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন বর্তমান ভাইস চেয়ারম্যান দুলাল চন্দ্র মহন্ত। তিনি মাইক প্রতীক নিয়ে মোট ৩৬২৯১ ভোট পেয়েছে। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শুভ আহম্মেদ টিউবওয়েল প্রতীক নিয়ে পেয়েছে ২৮৮১৬ ভোট।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান শ্রাবণী আকতার বানু। তিনি হাঁস প্রতীক নিয়ে মোট ৩৯৭১৬ ভোট পেয়েছে । তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী খালেদা বেগম কলস প্রতীক নিয়ে পেয়েছে ২৯৩১৬ ভোট।

নন্দীগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা হুমায়ুন কবির নির্বাচনের এ ফালাফল নিশ্চিত করেছেন।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে