দুইবারের উপজেলা চেয়ারম্যানকে হারিয়ে নির্বাচিত মাহবুব আলম
নিজস্ব প্রতিবেদক, কচুয়া : দুইবারের প্রভাবশালী উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহজাহান শিশিরকে বিপুল ভোটের ব্যবধানে হারিয়ে চাঁদপুরের কচুয়া উপজেলার চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন পৌর যুবলীগের সভাপতি ও ভাইস চেয়ারম্যান মাহবুব আলম।
বুধবার (৫ জুন) চতুর্থ ধাপে অনুষ্ঠিত ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করে এবার তিনি কচুয়া উপজেলায় টেলিফোন প্রতীক নিয়ে ৩৪ হাজার ৪৩০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
তার একমাত্র প্রতিদ্বন্দ্বী প্রার্থী দুইবারের উপজেলা চেয়ারম্যান শাহজাহান শিশির কাপ পিরিচ প্রতীক নিয়ে ২৭ হাজার ৫৮৪ ভোট পেয়ে বড় ব্যবধানে তার কাছে পরাজিত হন।
অপরদিকে উড়োজাহাজ প্রতীকে শাহজালাল প্রধান জালাল ৪৪ হাজার ৮৯ ভোট পেয়ে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্ধন্দ্বী প্রার্থী সাংবাদিক রাকিবুল হাসান পেয়েছেন ৪২ হাজার ৮৮৭ ভোট। পাশাপাশি মহিলা ভাইস চেয়ারম্যান পদে ফুটবল প্রতীকে জোৎস্না আক্তার ২৭ হাজার ২২৬ ভোট পেয়ে নির্বাচিত হন, তার নিকটতম প্রতিদ্ধন্দ্বী প্রার্থী পারভীন আক্তার প্রজাপতি প্রতীকে ২৩ হাজার ৪৪৬ ভোট পান।
নবনির্বাচিত কচুয়া উপজেলা চেয়ারম্যান মাহবুব আলম বলেন, সমগ্র কচুয়াবাসী আমাকে প্রত্যক্ষ ভোট দিয়ে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত করেছে। আমি সবাইকে নিয়ে সমন্বিত উন্নয়ন করে যেতে চাই।
জনগণ আমাকে তাদের সেবা করার যে রায় দিয়েছে, এতে আনন্দ উদযাপন করার কোনো সুযোগ নেই। আমার দায়িত্ব শুধু মানুষের সেবা করা।
উন্নয়নের লক্ষ্যে দলমত নির্বিশেষে সব মানুষের সহযোগিতা নিয়ে কাজ করতে চাই। ভোটাররা আমাকে যেভাবে সমর্থন দিয়েছেন, তার বিনিময়ে তাদের কল্যাণে ভূমিকা রেখে আমার ওপর অর্পিত দায়িত্ব পালন করে যাব।