মহাদেবপুরে মাসুদুর রহমান মাসুদ চেয়ারম্যান হাবিব ও তৃষা ভাইস চেয়ারম্যান নির্বাচিত

প্রকাশিত: জুন ৬, ২০২৪; সময়: ৮:০৫ অপরাহ্ণ |
মহাদেবপুরে মাসুদুর রহমান মাসুদ চেয়ারম্যান হাবিব ও তৃষা ভাইস চেয়ারম্যান নির্বাচিত

নিজস্ব প্রতিবেদক, মহাদেবপুর (নওগাঁ) : ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপে নওগাঁর মহাদেবপুরে মো. মাসুদুর রহমান মাসুদ চেয়ারম্যান, মো. আহসান হাবীব ভাইস চেয়ারম্যান ও মোসা. মার্জিয়া সুলতানা তৃষা মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

৫ জুন বুধবার সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত এ উপজেলার ৮৪ টি কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে রাতে বেসরকারিভাবে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারি রিটানিং কর্মকর্তা মো. আল মামুন। মহাদেবপুর উপজেলা ছাত্রলীগ ও যুবলীগের সাবেক নেতা মো. মাসুদুর রহমান মাসুদ আনারস প্রতীকে ৪১ হাজার ৮৫৯ পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক উপজেলা চেয়ারম্যান মরহুম আহসান হাবীব ভোদনের স্ত্রী মোসা. আয়েশা বেগম দোয়াত কলম প্রতীকে পেয়েছেন ২৭ হাজার ৩৫ ভোট।

উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা মো. আহসান হাবীব চশমা প্রতীকে ২৭ হাজার ৭৪৭ ভোট পেয়ে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. মামুনুর রশিদ বৈদ্যুতিক বাল্ব প্রতীকে পেয়েছেন ১৫ হাজার ৫৪৩ ভোট। উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি মরহুম ইব্রাহিম বিশ্বাসের পুত্রবধু মার্জিয়া সুলতানা তৃষা হাঁস প্রতীকে ৩৮ হাজার ৫৪৩ ভোট পেয়ে মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পরীমিতা মঞ্জুরী মন্ডল পদ্মফুল প্রতীকে পেয়েছেন ২৩ হাজার ৬৮২ ভোট। এ উপজেলায় মোট ভোটার সংখ্যা ২ লক্ষ ৫০ হাজার ৬৬২। এবার ৮৪ কেন্দ্রে ৯৪ হাজার ২৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এ উপজেলায় ভোট পড়েছে ৩৭ দশমিক ৫১ শতাংশ।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে