রাজশাহীতে ভ্যানচালক হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন

প্রকাশিত: জুন ৯, ২০২৪; সময়: ৩:১৪ অপরাহ্ণ |
রাজশাহীতে ভ্যানচালক হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর চারঘাটে ভ্যানচালক জালাল উদ্দিন হত্যা মামলায় তিনজনকে যাবজ্জীবন দিয়েছেন আদালত। এছাড়া প্রত্যেককে বিশ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।

রোববার দুপুরে জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ সাইফুর রহমান সিদ্দিক এ রায় দেন।

আসামিরা হলেন- চারঘাটের আস্করপুরের মৃত রুস্তম আলীর ছেলে মিনারুল ইসলাম, মোকছেদ আলীর ছেলে মাসুদ রানা এবং সাদিপুরের জুলহাস ইমরুল কায়েস ওরফে জুয়েল।

মামলার বিবরণ সূত্রে জানা যায়, ২০২০ সালের ৯ অক্টোবর চারঘাটে ব্যাটারি চালিত অটো ভ্যান চালক জালাল উদ্দিনকে গুরুতর জখম করে আসামিরা। এসময় জালাল উদ্দিনের চিৎকারে স্থানীয় লোকজন তাকে চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় পরের দিন জালালের ছেলে মানিক চারঘাট মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

দীর্ঘ সাক্ষ্য প্রমাণ শেষে আজ দুপুরে আদালত এ রায় প্রদান করেন।

আদালতে রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের স্পেশাল পাবলিক প্রসিকিউটর (পিপি) আসাদুজ্জামান মিঠু। তিনি মামলার রায়ে সন্তোষ প্রকাশ করেন।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে