প্রথম ঘণ্টায় লেনদেন ৯৮ কোটি, প্রধান সূচক কমলো ১৪ পয়েন্ট

প্রকাশিত: জুন ১১, ২০২৪; সময়: ১১:৪৭ পূর্বাহ্ণ |
প্রথম ঘণ্টায় লেনদেন ৯৮ কোটি, প্রধান সূচক কমলো ১৪ পয়েন্ট

পদ্মাটাইমস ডেস্ক : সূচকের নিম্নমুখী প্রবণতার মাধ্যমে সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের পুঁজিবাজারে লেনদেন চলছে। আর লেনদেনের প্রথম ঘণ্টায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন ছাড়িয়েছে ৯৮ কোটি টাকা।

মঙ্গলবার (১১ জুন) সপ্তাহের তৃতীয় কার্যদিবসে লেনদেনের প্রথম ঘণ্টায় (সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত) দেশের প্রধান পুঁজিবাজার ডিএসইর প্রধান সূচক আগের দিনের চেয়ে কমেছে ১৪ দশমিক ৪৭ পয়েন্ট। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক আগের দিনের চেয়ে ৩০ দশমিক ৫৫ পয়েন্ট কমেছে।

ডিএসইর তথ্যমতে, মঙ্গলবার লেনদেনের প্রথম ঘণ্টায় প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ১৪ দশমিক ৪৭ পয়েন্ট ও ডিএসইএস সূচক ৪ দশমিক ৪৭ পয়েন্ট কমে অবস্থান করছে যথাক্রমে ৫ হাজার ৯১ দশমিক ৪০ পয়েন্টে ও ১ হাজার ৯৯ দশমিক ১৮ পয়েন্টে। আর ডিএস-৩০ সূচক ৫ দশমিক ৭৪ পয়েন্ট কমে অবস্থন করছে ১ হাজার ৮০৬ দশমিক ০৪ পয়েন্টে।

এ সময় ডিএসইতে ৩৬২টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এরমধ্যে দাম বেড়েছে ৭৮টির কোম্পানির শেয়ারের, কমেছে ২২৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৮টি। এছাড়া ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৯৮ কোটি ২৯ লাখ টাকার শেয়ার।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ-
অন্যদিকে দেশের অপর পুঁজিবাজার সিএসইতে প্রধান সূচক সিএএসপিআই ৩০ দশমিক ৫৫ পয়েন্ট ও সিএসসিএক্স সূচক ১৬ দশমিক ৭০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১৪ হাজার ৬৪৭ দশমিক ৫৬ পয়েন্টে ও ৮ হাজার ৮১১ দশমিক ১৯ পয়েন্টে।

এছাড়া সিএসআই ও সিএসই-৩০ সূচক যথাক্রমে কমেছে ২ দশমিক ০৫ পয়েন্ট ও ৯ দশমিক ১৩ পয়েন্ট। সূচক অবস্থান করছে যথাক্রমে ৯৫৫ দশমিক ৬২ পয়েন্টে ও ১১ হাজার ২৮৫ দশমিক ০৬ পয়েন্টে। আর সিএসই-৫০ সূচক ২ দশমিক ০৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৪৮ দশমিক ৯৫ পয়েন্টে। এ সময় লেনদেন হয়েছে ১ কোটি ৫ লাখ ২২ হাজার টাকার। লেনদেন হওয়া ৯২ কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৫টি কোম্পানি শেয়ারের, কমেছে ৬০টির এবং অপরিবর্তিত রয়েছে ১৭টির।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে