মোহনপুরে পিজি সদস‌্যদের মাঝে পোল্ট্রি খাদ‌্য ও উপকরণ বিতরণ

প্রকাশিত: জুন ১৩, ২০২৪; সময়: ৩:০৫ অপরাহ্ণ |
মোহনপুরে পিজি সদস‌্যদের মাঝে পোল্ট্রি খাদ‌্য ও উপকরণ বিতরণ

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর মোহনপুর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালে “প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (LDDP)” এর আওতায় পোল্ট্রি খাদ‌্য ও উপকরণ বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ জুন) সকাল ১০ টার দিকে পিজি খামারী ৮৮ জন মহিলা সদস‍্যদের মধ্যে ৫৮ জনকে ৫০ কেজি করে পোল্ট্রি ফিড এবং ৩০ জনের মাঝে ১টি করে খাদ‌্যের পাত্র ও একটি করে পানির পাত্র বিতরণ করা হয়।

মোহনপুর উপজেলা নির্বাহী অফিসার আয়শা সিদ্দিকা এর সভাপতিত্বে প্রধান অতিথি উপস্থিত ছিলেন, রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান আসাদ এমপি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোহনপুর উপজেলার সহকারি কমিশনার (ভূমি) জেবায়দা সুলতানা, উপজেলার প্রাণিসম্পদ দপ্তর এর অফিসার ডাঃ খন্দকার সাগর আহমেদ, সিনিয়র মৎস্য অফিসার অহেদুজ্জামান , অতিরিক্ত কৃষি অফিসার আব্দুল মান্নান, যুব উন্নয়ন অফিসার সঈদ আলী রেজা, সমাজসেবা অফিসার ইমাম হাসান শামীম, প্রাণিসম্পদ সম্প্রসারণ অফিসার ডা: হুমায়ন কবির সবুজসহ উপজেলার কর্মকর্তা-কর্মচারীবৃন্দরা।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে