মান্দায় অসুস্থ ও অসহায় মানুষের মাঝে অর্থ বিতরণ

প্রকাশিত: জুন ১৩, ২০২৪; সময়: ৯:০২ অপরাহ্ণ |
মান্দায় অসুস্থ ও অসহায় মানুষের মাঝে অর্থ বিতরণ

নিজস্ব প্রতিবেদক, মান্দা : নওগাঁর মান্দায় ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিসসহ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত রোগীদের মাঝে অনুদানের চেক বিতরণ করা হয়েছে। একই অনুষ্ঠানে ক্ষুদ্র নৃগোষ্ঠীর কলেজ ও বিশ্ববিদ্যালয়ের অধ্যয়নরত শিক্ষার্থী ও একই সম্প্রদায়ের বয়স্ক ব্যক্তিদের নগদ অর্থসহ অসহায় মানুষের মাঝে ঐচ্ছিক তহবিলের টাকা বিতরণ করা হয়।

এ উপলক্ষে আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লায়লা আঞ্জুমান বানুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য এসএম ব্রহানী সুলতান মামুদ গামা।

এসময় উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাকিল আহমেদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেজাউল করিম, মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক কাজী, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি প্রবীণ কুমার দাস, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এমদাদুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ২১টি এতিমখানা ও মাদ্রাসায় ৫০০ কেজি করে জিআর চাল এবং কাবিখা প্রকল্পের ২৫জন সভাপতির মাঝে ১ লাখ টাকা করে চেক বিতরণ করা হয়।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে