বাংলাদেশের যে খেলোয়াড়কে প্রশংসায় ভাসালেন নেদারল্যান্ডসের কোচ

প্রকাশিত: জুন ১৪, ২০২৪; সময়: ৮:২৪ পূর্বাহ্ণ |
খবর > খেলা
বাংলাদেশের যে খেলোয়াড়কে প্রশংসায় ভাসালেন নেদারল্যান্ডসের কোচ

পদ্মাটাইমস ডেস্ক : বাংলাদেশের বিপক্ষে গতকাল গুরুত্বপূর্ণ ম্যাচে হেরেছে নেদারল্যান্ডস। বিশ্বকাপের সুপার এইটের লড়াইয়ে টিকে থাকতে এই ম্যাচ উভয়ের জন্যই গুরুত্বপূর্ণ ছিল।

যেখানে শেষ পর্যন্ত ২৫ রানের ব্যবধানে হারে নেদারল্যান্ডস। আর এমন হারের পর দলের প্রধান কোচ রায়ান কুক জানালেন, ১৬০ রান তাড়া করা কঠিনই ছিল।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে কুক বলেন, ‘উইকেট দুই দলকেই ব্যাটিংয়ে সহায়তা করেছে। বাংলাদেশ রান তুলেছে ভালো, কয়েকটা বিগ ওভার ছিল। তাদের অভিজ্ঞ বোলার আছে, তাতে আমাদের জন্য এই রান তাড়াটা কঠিন ছিল।’

টাইগার পেসার মুস্তাফিজের প্রশংসা করে কুক বলেন, ‘স্কট ও সাইব্র্যান্ডের পার্টনারশিপে আমরাও ভালো অবস্থানে ছিলাম। শেষ ৫ ওভারে ৪৯ রান দরকার ছিল, আমরা জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী ছিলাম।

মুস্তাফিজ বোলিংয়ে আসল আর ব্যাটাররা মিস করতে থাকল। প্রতিপক্ষ হিসেবে এ ব্যাপারটা দেখা একটু কঠিন ছিল (হাসি)। এই ম্যাচ থেকে ছেলেরা অনেক কিছু শিখবে। আমরা প্রস্তুতি ও পরিকল্পনা বাস্তবায়ন করতে পারিনি।’

কুুক আরো বলেন, ‘আইপিএলে একেক বলে গড়ে ২ রান করে হয়েছে। তবে বিশ্বকাপে এই কন্ডিশনে চিত্রটা ভিন্ন। ফিজ ও অন্য বোলারদের কৃতিত্ব দিতে হবে। তারা কন্ডিশনকে বেশ কাজে লাগিয়েছে। উইকেট হারিয়ে আমরা মোমেন্টাম হারিয়েছি, সেই সাথে শেষদিকে অনেক ডট বলও হয়েছে।’

এখনও সুপার এইটের আশা ছাড়ছেন না কুক, ‘এখনও অনেক পথ বাকি। নেট রান রেটে চোখ রাখতে হবে। আশা করছি অন্য ম্যাচের ফলাফলও আমাদের পক্ষে আসবে। দিনশেষে অবশ্য এটা আমাদের নিয়ন্ত্রণে নেই।

আমরা শ্রীলঙ্কার বিপক্ষে ভালো খেলতে পারি। ওদের প্রস্তুতি ম্যাচে হারিয়েছি। গত বছরও তাদের বিপক্ষে ক্লোজ ম্যাচ খেলেছি। আশা করছি ভালো দুই দলের ভালো একটা ম্যাচ হবে।’

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে