রেকর্ড গড়ে বিশ্বকাপে টিকে রইলো ইংল্যান্ড

প্রকাশিত: জুন ১৪, ২০২৪; সময়: ২:৩৮ অপরাহ্ণ |
খবর > খেলা
রেকর্ড গড়ে বিশ্বকাপে টিকে রইলো ইংল্যান্ড

পদ্মাটাইমস ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে যেতে জয়ের বিকল্প নেই। সেই সঙ্গে রান রেটের চাপও বিদ্যমান। সব মিলিয়ে নানান সমীকরণ! এমন ম্যাচে অবিশ্বাস্য রেকর্ড গড়ে সুপার এইটে খেলার স্বপ্ন জিইয়ে রাখল ইংল্যান্ড।

শুক্রবার (১৪ জুন) অ্যান্টিগুয়ার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে বিশ্বকাপের ‘বি’ গ্রুপের ম্যাচে ১০১ বল হাতে রেখে ওমানকে ৮ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।

বিশ্বমঞ্চে কোনো দলই এত বেশি বল হাতে রেখে জয়ের মুখ দেখেনি। এর আগে, ৯০ বল হাতে রেখে দ্রুততম জয়ের রেকর্ড ছিল, সেটিও শ্রীলঙ্কার। ২০১৪ বিশ্বকাপে নেদারল্যান্ডসের বিপক্ষে ৯০ বল হাতে রেখে জিতেছিল লঙ্কানরা।

লক্ষ্য তাড়া করতে নেমে জোড়া ছক্কা হাঁকিয়ে ইনিংসের গোড়াপত্তন করেন ফিল সল্ট। বিলাল খানের পরের বলে বোল্ড হয়ে প্যাভিলিয়নে ফেরেন তিনি।

এরপর ৫ বলে ৭ রান করে প্যাভিলিয়নে ফেরেন উইল জ্যাকস। তবে জস বাটলারের ৮ বলে ২৪ এবং জনি বেয়ারস্টোর ২ বলে ৮ রানের ক্যামিওতে দাপুটে জয় পায় ইংল্যান্ড।

এর আগে, ওমানকে মাত্র ৪৭ রানেই গুটিয়ে দেয় ইংলিশরা। এদিন ২ উইকেটে ২৪ রান তুলেছিল ওমান। তবে পরের ২৩ রান তুলতেই ৮ উইকেট খুইয়েছে তারা। কেবল শোয়াইব খান দুই অঙ্কের কোটা ছুঁতে পেরেছেন। ২৩ বল মোকাবিলায় তার ব্যাট থেকে এসেছে ১১ রান। বাকিরা আসা-যাওয়ার মিছিলেই সময় পাড় করেছেন।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে