চাঁপাইনবাবগঞ্জে ট্রাকের ধাক্কায় নিহত ১

প্রকাশিত: জুন ১৪, ২০২৪; সময়: ৯:১৪ অপরাহ্ণ |
চাঁপাইনবাবগঞ্জে ট্রাকের ধাক্কায় নিহত ১

কপোত নবী, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জে ট্রাকের ধাক্কায় জাহিদ হাসান শামসুল (৪২) নামে এক মোটরসাইকেলের চালক নিহত হয়েছেন।

নিহত ব্যক্তি হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার নেজামপুর গ্রামের মৃত আব্দুল মতিনের ছেলে।

শুক্রবার দুপুর সাড়ে ১১ টার দিকে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার  কল্যাণপুর ফকল্যান্ড মোড়ে এই দুর্ঘটনা ঘটে।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মেহেদি হাসান জানান, মোটরসাইকেল যোগে নেজামপুর থেকে চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের দিকে আসছিলেন জাহিদ হাসান।

পথে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার কল্যাণপুর এলাকায় একই দিক থেকে একটি ট্রাক তাকে ধাক্কা দিলে সে গুরুতর আহত আহত হয়। পরে স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা আশঙ্কাজনক অবস্থায় জাহিদকে উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ওসি আরো জানান, চালক পালিয়ে গেলেও ট্রাকটি আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলা রুজু করা হয়েছে।

এদিকে নিহতের সহধর্মিণী শারমিন খাতুন জানান, জাহিদ হাসান শামসুল নাচোল সরকারি কলেজের ইসলামি স্ট্যাডি বিভাগের প্রশাসক ছিলেন। এ ছাড়াও তিনি বিভিন্ন মসজিদে শুক্রবার জুমআ নামাজের ইমামতি করতেন। আজকেও তিনি নামোশংকরবাটীর একটি মসজিদে ইমামতি করার কথা ছিলো। কিন্তু আসার পথেই মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তিনি মারা যান।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে